শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা জেলা কওমী মাদ্রাসা সংগঠনের আয়োজনে আন্তর্জাতিক ইসলামি মহা সম্মেলন অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ৫, ২০১৯
news-image

নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লা জেলা কওমী মাদ্রাসা সংগঠনের আয়োজনে আন্তর্জাতিক ইসলামি মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেল থেকে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আল্লামা নূরুল হকের সভাপতিত্বে ওই মহা সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামগনের মধ্যে বক্তব্য রাখেন কওমী মাদ্রাসা শিক্ষাবোর্ডের সিনিয়র সহসভাপতি ও হাইয়াতুল উলীয়ার কো–চেয়ারম্যান শায়খুল হাদিস আল্লামা আশ্রাফ আলী, আল্লামা নুরুল ইসলাম অলীপুরী, আল্লামা মামুমুনুল হক, আল্লামা সাজেদুর রহমান। বক্তারা বলেন, দেশের দাওয়াত ও তাবলীগের চলমান সংকট দূর করার জন্য এবং নির্বিঘ্নে দাওয়াতের কাজ চালানোর জন্য কাকরাইল মসজিদ ও টঙ্গী ময়দান কাকরাইলের উলামা শুরাদেরকে বুঝিয়ে দিয়ে ভ্রান্ত আকিদা পোষণকারী সাদপন্থীদের নিষিদ্ধ করতে হবে।

বক্তারা অত্যন্ত দু:খ ও ক্ষোভ প্রকাশ করে বলেন, চলমান মাদকের সর্বনাশী আগ্রাসী কুমিল্লাকে গ্রাস করেছে। মাদকের এই ছোবল থেকে দেশ–জাতি ও যুব সমাজকে রক্ষা করার জন্য মাদকের চোরাচালান বন্ধ করে মাদক ব্যবসায়ীদেরকে আইনের আওতায় আনার দাবি জানান। এই দেশের মুসলমানদের ঈমান আকিদা নষ্টকারী সকল অশ্লীল ও অনৈতিক কার্যক্রম বন্দ করে কোরআন সুন্নাহ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু করার জন্য জোর দাবি জানানো হয়।

আর পড়তে পারেন