শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রতি আসনের জন্য লড়বেন ৬১ শিক্ষার্থী

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ১, ২০১৮
news-image

 

শাহাদাত বিপ্লব,কুবি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে(কুবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ৩টি ইউনিটের প্রতি আসনের বিপরীতে ৬১ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ছয়টি অনুষদের অধীনে মোট এক হাজার ৪০টি আসনের বিপরীতে ৬৩ হাজার ৩৬০ জন শিক্ষার্থী অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন করেছেন। পরীক্ষার্থীদের ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া গতকাল রবিবার শেষ হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কেন্দ্রীয় কমিটি সূত্রে জানা গেছে, ‘এ’ ইউনিটে মোট ৩৫০টি আসনে ভর্তির জন্য আবেদন জমা পড়েছে ২৬ হাজার ৯৩৯ টি। এছাড়াও ‘বি’ ইউনিটে ৪৫০টি আসনের বিপরীতে ২৪ হাজার ২৩২ জন এবং ‘সি’ ইউনিটে ২৪০টি আসনের বিপরীতে ১২ হাজার ১৮৯ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

আগামী ৯ নভেম্বর ‘এ’ ও ‘বি’ ইউনিট এবং ১০ নভেম্বর ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবেদন প্রক্রিয়া গত ১ সেপ্টেম্বর শুরু হয়ে গতকাল শেষ হয়।

এছাড়াও ভর্তি পরীক্ষার ইউনিট ভিত্তিক সময়সূচি, আসন বিন্যাস ও সংশ্লিষ্ট তথ্য যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট ও হেল্পলাইন ০১৫৫৭-৩৩০৩৮১ / ০১৫৫৭-৩৩০৩৮২ তে জানা যাবে।

আর পড়তে পারেন