রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে ডাকাত নাম দিয়ে ৩ র‌্যাব সদস্যকে মারধর

আজকের কুমিল্লা ডট কম :
মে ২৬, ২০২২
news-image

স্টাফ রিপোর্টার:

চট্টগ্রামের মিরসরাইয়ে সাদা পোশাকে অভিযানে যাওয়া র‌্যাব সদস্যদের ডাকাত নাম দিয়ে পিটুনি দিয়েছে স্থানীয়রা। এই ঘটনায় মারাত্মক আহত তিন র‌্যাব সদস্যকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

বুধবার (২৫ মে) সন্ধ্যায় মিরসরাইয়ের বারইয়ারহাট পৌর বাজারের উত্তর পাশে এই ঘটনা ঘটে। আহত র‌্যাব সদস্যরা হলেন- কাউসার (২৯), মোখলেস উদ্দিন (৩৩) ও পারভেজ (২৮)। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে পুলিশ। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

জানা যায়, প্রাইভেট কার করে আসা র‌্যাব সদস্যরা একটা মাইক্রোবাসকে থাকা কয়েকজনকে ধাওয়া দেয়। এসময় তারা কয়েক রাউন্ড গুলিও ছোড়ে। সেসময় মাইক্রোবাসে থাকা ব্যক্তিরা কৌশলে সটকে পড়ে প্রাইভেট কারে ডাকাত আছে বলে স্থানীয়দের জানায়। স্থানীয়রা তখন উত্তেজিত হয়ে র‌্যাব সদস্যদের কিছু বলার সুযোগ না দিয়েই পেটাতে থাকে। এতে র‌্যাবের তিন সদস্য আহত হয়।

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেয়া হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের হেলিকপ্টার যোগে ঢাকায় পাঠানো হয়েছে।

এই বিষয়ে র‌্যাবের চট্টগ্রাম জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ বলেন, ‘আমাদের একটি টিম মিরসরাইয়ে অভিযানে গিয়েছিল। অভিযানের শুরুতেই কিছু দুষ্কৃতকারী উদ্দেশ্যমূলকভাবে গুজব ছড়িয়ে ভিন্ন পরিস্থিতি তৈরি করে হামলা চালিয়েছে। এতে আমাদের কয়েকজন আহত হয়েছেন। পরে খবর পেয়ে আমাদের আরও টিম ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় উদ্ধার করে। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

আর পড়তে পারেন