শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চাঁদপুরে করোনায় আক্রান্ত বেড়ে ২৮৬ : মৃতের সংখ্যা ২৩ জনে

আজকের কুমিল্লা ডট কম :
জুন ১০, ২০২০
news-image

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুর জেলা জুড়ে করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে আরো ৬ জন। মৃতের সংখ্যা ২৩ জনে। এদের মধ্যে চাঁদপুর সদরে ৮ জন, ফরিদগঞ্জে ৪ জন, হাজীগঞ্জে ৪ জন, শাহরাস্তিতে ১ জন, কচুয়ায় ৪ জন ও মতলব উত্তরে ২ জন।

চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৯ জুন) পর্যন্ত চাঁদপুর জেলা জুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮৬ জনে। সুস্থ হয়েছেন ৭৬জন। বাকী ১৮৪জন চিকিৎসাধীন। চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ২৮৬ জনের উপজেলা ভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১৩৭, ফরিদগঞ্জে ৪৪, মতলব উত্তরে ১৩, হাজীগঞ্জে ২২, মতলব দক্ষিণে নতুন ২ জনসহ ২২জন, কচুয়ায় ১৬, হাইমচরে নতুন ৪ জনসহ ১০ ও শাহরাস্তিতে ১৯জন।

সিভিল সার্জন ডা: মোঃ সাখাওয়াত উল্লাহ মঙ্গলবার রাতে এক প্রেস নোটে জানান, চাঁদপুর থেকে দিনের পাঠানো নমুনা হলো ৮৫টি। দিনের প্রাপ্ত রিপোর্ট ৪৯টি এর মধ্যে ৬টি পজেটিভ ও ৪৩ টি নেগেটিভ। এ পর্যন্ত মোট প্রেরণকৃত নমুনার সংখ্যা দাঁড়ালো ২৪৭০। এর বিপরীতে রিপোর্ট এসেছে ২০৫৩টি। রিপোর্ট অপেক্ষমান ৪১৭টি।

তিনি জানান, চাঁদপুর জেলায় এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ১শ’ ৪০জন। এর মধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ১১৬  জন। চিকিৎসাধীন রোগী ১৮৪ জন। এর মধ্যে হাসপাতালে ৮ জন, ঢাকায় রেপার ৪ জন ও হোম আইসোলেশনে ১৭২ জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ২৪জন। জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ৪৩৯৯জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩৬৫১জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ৭২৪জন।

আর পড়তে পারেন