শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনায় নতুন করে আর ২ মহিলা যেভাবে করোনায় আক্রান্ত হলেন

আজকের কুমিল্লা ডট কম :
মে ৫, ২০২০
news-image

 

শরীফুল ইসলাম, চান্দিনা:

কুমিল্লার চান্দিনা উপজেলায় নতুন করে করোনা (কোভিড-১৯) পজেটিভ হয়েছেন ২ জন মহিলা। তারা উভয়েই গৃহিনী। করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে থেকে নিজ বাড়িতেই করোনায় সংক্রমিত হয়েছেন তারা।

এদের একজনের বাসা উপজেলা সদরের ধানসিঁড়ি আবাসিক এলাকায়। অপরজন চান্দিনা উপজেলার হারং গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার (৫ মে) দুপুরে আইইডিসিআর থেকে ওই ২ জনের করোনা পরীক্ষার ফলাফলে পজেটিভ রিপোর্ট আসে। চান্দিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানুল হক মিলু বিষয়টি নিশ্চিত করেন। এ নিয়ে চান্দিনায় মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা ১১ জন। এদের মধ্যে ৩জন সুস্থ হয়েছেন এবং ১ জন মৃত্যুবরণ করেছেন।

জানা যায়, মঙ্গলবার নতুন করে শনাক্তদের মধ্যে একজন ধানসিঁড়ি আবাসিক এলাকার পূর্বের করোনা আক্রান্ত মুদি ব্যবসায়ী’র শাশুড়ি (৫৯)। অপরজন হারং ভূঁইয়া বাড়ির পূর্বের করোনা আক্রান্ত অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের স্ত্রী (৫৯)। তারা উভয়েই নিজেদের বাসভবনে রয়েছেন। পূর্বে থেকেই তাদের বাড়ি লকডাউনে থাকায় নতুন করে আর লকডাউনের প্রয়োজন হয় নি।

চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. গাজী মাহমুদুল হাসান জানান, মঙ্গলবার মোট ৪২ জনের নমুনার রিপোর্ট এসেছে। ৪০ জনের রিপোর্টে করোনা নেগেটিভ এসেছে।

তিনি আরও জানান, উপজেলার মাইজখার ইউনিয়নের কাশারীখোলা গ্রামে ঠান্ডা, কাশি, জ¦র নিয়ে মৃত্যু বরণ করা শীতল চন্দ্র রায় এর করোনা রিপোর্টও নেগেটিভ এসেছে।

আর পড়তে পারেন