বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে সালাম না দেয়ায় স্কুলছাত্রকে পিটিয়ে আহত

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ৮, ২০১৭
news-image

 

সেলিম সজীবঃ

কুমিল্লায় চৌদ্দগ্রামে এক প্রভাবশালীকে সালাম না দেয়ায় কবির হোসেন (১৩) নামের এক স্কুলছাত্রকে টর্চলাইট দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। চৌদ্দগ্রাম উপজেলার দুই নম্বর উজিরপুর ইউনিয়নের ঘাসি গ্রামে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীকে সোমবার রাতে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত কবির হোসেন স্থানীয় মিয়াবাজার উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র এবং ওই গ্রামের তোফায়েল হোসেনের ছেলে। আহত স্কুল ছাত্রের  মা সাংবাদিকদের জানান, কবির হোসেন সোমবার মিয়াবাজার উচ্চ বিদ্যালয়ে যাচ্ছিল। এসময় একই গ্রামের প্রবাস ফেরত ইকবাল হোসেন তার বাড়ির পাশের একটি দোকানের সামনে ছিলেন। ওই সময় তাকে সালাম না দেওয়ায় কবির হোসেনকে হাতে থাকা টর্চলাইট দিয়ে মাথায় ও হাতে-পায়ে পিটিয়ে আহত করেন। এসময় তার চিৎকারে ছেলেকে রক্ষার জন্য নাছিমা বেগম এগিয়ে আসলে তাকেও পিটিয়ে আহত করা হয় বলে মা ও ছেলে জানান। মঙ্গলবার বিকেলে কুমেক হাসপাতালে নাছিমা বেগম ও তার স্বামী তোফায়েল হোসেনসহ তাদের স্বজনরা সাংবাদিকদের জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের কিংবা বিষয়টি সাংবাদিকদের না জানানোর জন্য তাদেরকে হুমকি প্রদর্শন করা হচ্ছে। তারা আইনপ্রয়োগকারী সংস্থার সহযোগিতা চেয়েছেন। এ বিষয়ে ইকবাল হোসেনের বক্তব্য জানা যায়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বয়োবৃদ্ধ জানান, ওই দোকানের সামনে স্থানীয় মুরুব্বী শ্রেণির লোকজন ছিল। কবির হোসেন এ পথে স্কুলে যাওয়ার সময় সম্মান প্রদর্শনে সালাম না দেওয়ায় বয়োজ্যেষ্ঠ হিসেবে শাসন করেছে। তবে রাগের বশে মারধর করা হয়েছে।

আর পড়তে পারেন