সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

তিতাসে গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ

আজকের কুমিল্লা ডট কম :
জুন ১৩, ২০২২
news-image

 

মোঃ জুয়েল রানা, তিতাসঃ

কুমিল্লার তিতাসে গ্যাসসহ নিত্র প্রয়োজনীয় দ্রব্যের মূল্যে বৃদ্ধির প্রতিবাদে এবং মূল্য হ্রাসের দাবীতে এক বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও দলীয় অংঙ্গ সংগঠন।

সোমবার (১৩ জুন) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১ টায় উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা সদর কড়িকান্দি বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে গৌরীপুর-হোমনা সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কড়িকান্দি বাজারে এসে সমাবেশ করে।

প্রধান অতিথি হিসেবে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার। এসময় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজ্বী আলী হোসেন মোল্লার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মো.ওসমান গনি ভূইয়া, জৈষ্ঠ্য সভাপতি আক্তারুজ্জামান আক্তার, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মেহেদি হাসান সেলিম ভূইয়া, তিতাস উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী কবির হোসেন সেন্টু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক হোসেন ভূইয়া, যুবদলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম ও ছাত্র দলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন, সহ-সভাপতি এমদাদ হোসেন আখন্দ, মাহাবুব সরকার, মিজানুর রহমান ভুলু সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল হোসেন খান, গোলাম মহিউদ্দিন জিলানীসহ অংঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে আক্তারুজ্জামান সরকার বলেন, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ এ্যাভার কেয়ার হাসপাতালে ভর্তি আছেন, যদি আমার নেত্রীর কিছু হয়, তাহলে এর জবাব আওয়ামীলীগ সরকার দিতে হবে।

আর পড়তে পারেন