শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দাউদকান্দিতে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন কাজের উদ্বোধন

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ২, ২০১৭
news-image

 

জাকির হোসেন হাজারী,দাউদকান্দিঃ
দাউদকান্দিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ম্যুরাল স্থাপন কাজের উদ্বোধন করেছেন কুমিল্লা জেলা পরিষদ চেয়ারম্যন রিয়ার এ্যাডমিরাল(অবঃ) আবু তাহের । বুধবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার বলদাখাল এলাকায় এ উদ্বোধন অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগস্ট মাস শোকের মাস , এ মাসে আমরা বঙ্গবন্ধুকে হারিয়েছি, তাই বঙ্গবন্ধুর এ ম্যুরাল স্থাপনের মাধ্যমে তার আদর্শকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার মধ্য দিয়ে আমরা কুমিল্লাবাসী ঋন শোধ করার চেষ্টা করছি। বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছে বলেই আজকে আমরা বাঙ্গালী বলে গর্ভবোধ করতে পারি। আর তারই কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে তার সপ্নের সোনার বাংলা সারা বিশ্বে উন্নয়নের মডেল হয়ে এগিয়ে যাচ্ছে, তার নেতৃত্বে আগামী ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হবে ইনশাল্লাহ্। এর জন্য বর্তমান সরকারের উন্নয়নের ধারাকে হবে। আর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শুধু বাংলাদেশের নেত্রী নন, তিনি এখন বিশ্ব নেতা, তাই দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হলে আগামী জাতীয় নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আমাদের বিজয় তথা দেশের উন্নয়ন নিশ্চিত করতে হবে।
দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর(অবঃ) মোহাম্মদ আলী সুমন বলেন, আজ শোকের মাসে বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রকারী খুনি মোস্তাকের এলাকায় এই প্রথম জতির জনকের ম্যুরাল স্থাপন করতে যাচ্ছি। এর মাধ্যমে প্রমানিত হলো দাউদকান্দি উপজেলা আ’লীগ বিগত সময়ের চেয়ে এখন অনেক শক্তিশালী।
দাউদকান্দি উপজেলা পরিষদের উদ্যোগে এবং কুমিল্লা জেলা পরিষদের অর্থায়নে ৩৭লাখ ১৭হাজার টাকা ব্যায়ে দাউদকান্দি এবং চৌদ্দগ্রাম উপজেলায় বঙ্গবন্ধুর দু’টি ম্যুরাল স্থাপন করা হবে। উদ্বোধনী অনুষ্টানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী সঞ্জয় কুমার ভৌমিক, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল আমিন, কুমিল্লা উত্তর জেলা আ’লীগের দপ্তর সম্পাদক আবুল হাসেম সরকার, দাউদকান্দি পৌর মেয়র নাইম ইউসুফ সেইন, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য(দাউদকান্দি,মেঘনা,তিতাস) পারুল আলমগীর, সদস্য মোঃ মনির হোসেন(দাউদকান্দি), শিশির আহম্মেদ(মেঘনা), ইউপি চেয়ারম্যান মাসুদ আলম, আলমগীর মোল্লা প্রমূখ।

আর পড়তে পারেন