শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দেখা মিলল নবআবিষ্কৃত ডাইনোসরের

আজকের কুমিল্লা ডট কম :
মে ৯, ২০১৯
news-image

এক্সক্লুসিভ ডেস্ক :

মেক্সিকোতে প্রায় ২০ বছর আগে পাওয়া ডাইনোসরের ফসিল নিয়ে বিজ্ঞানীদের চিন্তার অন্ত ছিল না। এখন পর্যন্ত আবিষ্কৃত কোনো প্রজাতির ডাইনোসরের সঙ্গেই যে এর মিল নেই!

শেষ পর্যন্ত এর একটি সমাধানে আসতে পেরেছেন গবেষকরা। তারা বলছেন, ছোট আকৃতির ওই ডাইনোসরটি সুস্কিটাইরেনাস হ্যাজেলি গোত্রের।

বিজ্ঞানীদের ধারণা, এই গোত্রের ডাইনোসর টাইরেনোসারাস রেক্স বা টি-রেক্স গোত্রের আগে পৃথিবীতে ছিল। সুস্কিটাইরেনাস গোত্রভুক্ত এক প্রজাতির ডাইনোসরই বিবর্তনের মাধ্যমে বড় আকৃতি লাভ করে টি-রেক্স প্রজাতিতে পরিণত হয়।

এই হিসেবে সুস্কিটাইরেনাস গোত্রের ডাইনোসরের অস্তিত্ব ছিল প্রায় ৯ কোটি ২০ লাখ বছর আগে। কারণ টি-রেক্স গোত্রের ডাইনোসরের রাজত্ব ছিল ৮ কোটি থেকে ৬ কোটি ৬০ লাখ বছর আগে।

পাওয়া ফসিল থেকে গবেষকদের ধারণা, নবআবিষ্কৃত এই গোত্রের ডাইনোসর একইসঙ্গে তৃণভোজী ও মাংসাশী ছিল।

আর পড়তে পারেন