শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দেবিদ্বারে উপজেলা পরিষদ উপ-নির্বাচনে আ’লীগ,বিএনপি ও জাতীয় পার্টি সহ ৬জন প্রার্থী মনোনয়ন দাখিল

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ৩, ২০২১
news-image

মো. জামাল উদ্দিন দুলাল :

কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদ উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা প্রদানের শেষদিন বুধবার ( ৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টা পর্যন্ত মোট ০৬ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।

এরা হলেন, কুমিল্লা উত্তর জেলা সাংগঠনিক সম্পাদক আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মো. আবুল কালাম আজাদ, বিএনাপ মনোনীত প্রার্থী এ এফ এম তারেক মুন্সী, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. আবদুল আউয়াল সরকার, জাকের পার্টি মনোনীত মো. মজিবুর রহমান কালা মিয়া, স্বতন্ত্র প্রার্থী মো. কাউছার হায়দার, আবদুল হক খোকন তাদেও মনোনয়ন পত্র জমা দেন।

নির্বাচনী তফসিল অনুযায়ী বুধবার (০৩ ফেব্রুয়ারী ) ছিল প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। বিকাল ৫টা পর্যন্ত উপজেলা রিটার্নিং অফিসার কার্যালয়ে এবং জেলা নির্বাচন কর্মকর্তা নিকট প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন। প্রসঙ্গত, গত ৩ ডিসেম্বের উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে উপজেলা নির্বাচন কর্মকর্তা চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করেন। ওই শূন্য পদে উপনির্বাচন আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এ উপজেলায় মোট ভোটার রয়েছেন ৩ লক্ষ ৩৭ হাজার ৫০২ । এর মধ্যে পুরুষ ১ লক্ষ ৭১ হাজার ৮২০ এবং নারী ভোটার রয়েছে ১ লক্ষ ৬৫ হাজার ৬৮২।

আর পড়তে পারেন