শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

দেবিদ্বারে বঙ্গবন্ধু’র ৪২তম শাহাদাৎ বার্ষিকী পালিত

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১৫, ২০১৭
news-image

মো. জামাল উদ্দিন দুলাল,দেবিদ্বার ঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলা প্রশাসন’র উদ্দ্যোগে মঙ্গলবার সকালে রেয়াজ উদ্দিন মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভায়, র‌্যালী , কোরআন খতম এর মধ্য দিয়ে যথাযোগ্য মযার্দায় দিবসটি পালন করা হয়।


উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী ও সচিব এ বি এম গোলাম মোস্তফা, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সহ- সভাপতি অধ্যক্ষ এম হুমায়ুন মাহমুদ, দেবিদ্বার ও ব্রাক্ষন্মপাড়া দায়িত্ব’র সার্কেল মোহাম্মদ শেখ সেলিম,দেবিদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মিজানুর রহমান, দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব জয়নুল আবেদিন, কুমিল্লা উত্তর জেলা যুবলীগ আহবায়ক মোঃ বাহার উদ্দিন বাহার, কুমিল্লা উত্তর জেলা মহিলা আওয়ামীলীগ সভানেত্রী শিরিন সুলতানা, এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মো. মনিরুজ্জামান মাষ্টার, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীযুবলীগ সদস্য মো. লৎফুর রহমান বাবুল, সাবেক ছাত্রলীগ সভাপতি ও প্রভাষক মোঃ সাইফুল ইসলাম শামীম, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি আবু কাউছার অনিক, দেবিদ্বার উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. ইকবাল হোসেন রুবেল প্রমূখ। অপর দিকে উপজেলা জাফরগঞ্জ ইউনিয়ন সভাপতি কাজী মফিজুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক সুজিত পোদ্দার এর সহযোগিতায় হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শোক দিবসের মিলাদ দোয়া ও তবারুক বিতরণ অনুষ্ঠানে এসময় উপস্থিত হয় সাবেক মন্ত্রী ও সচিব এ বি এম গোলাম মোস্তফা, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সহ- সভাপতি অধ্যক্ষ এম হুমায়ুন মাহমুদ, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সদস্য ও ঢাকা গ্রুপ’র ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কালাম আজাদসহ আরো অনেকে । এদিকে উপজেলার বিভিন্ন স্থানে আওয়ামীলীগ ও যুবলীগ সহ অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ দিবসটি উদযাপন করেন।

আর পড়তে পারেন