বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

নবীনগরে সংঘর্ষ এড়াতে পুলিশের ধর পাকড় অভিযান ১৫ নারীসহ গ্রেপ্তার ২২

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ২০, ২০১৭
news-image

মো. দেলোয়ার হোসেন, নবীনগর:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃঞ্চনগর ইউনিয়নের থানাকান্দি গ্রামে অধিপত্য বিস্তারের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকালে আবু মেম্বারের গ্রুপ ও কাউছার মোল্লার গ্রুপের মধ্যে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে প্রকাশ্যে শত শত লোক রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। এতে অর্ধশতাধিক বাড়িঘর ভাংচুর ও অর্ধশতাধিক লোক আহত হওয়ার ঘটনার পর নবীনগর থানার পুলিশ পরবর্তী সহিংসতা এড়াতে থানাকান্দি, সাতঘরহাটি, হাজিরহাটি, গৌরনগর গ্রামে ধরপাকড়াও অভিযান চালিয়ে শনিবার রাতে শতাধিক দেশীয় অস্ত্রশস্ত্রসহ দুই গ্রুপের ১৫ নারীসহ ২২ জনকে গ্রেপ্তার করেছে । ধৃত আসামীদের গতকাল রবিবার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়। সংঘর্ষের ঘটনায় গতকাল রবিবার সকালে নবীনগর থানা পুলিশ বাদী হয়ে ৩৫ জন আসামী এজাহারভুক্ত করে অজ্ঞাতনামা ২০০/২৫০ জনকে আসামী দিয়ে একটি মামলা করে।
নবীনগর থানার ওসি আসলাম শিকদার বলেন, পুলিশ বাদী হয়ে মামলা করেছে। এই ঘটনায় দেশীয় অস্ত্রশস্ত্র ও ১৫ নারীসহ ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়ন রয়েছে। ধৃত আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আর পড়তে পারেন