শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নাঙ্গলকোটে ৩ মাদক ব্যাবসায়ীসহ ৮ জন গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ১৮, ২০১৮
news-image

মোঃ কামাল হোসেন জনি :
কুমিল্লার নাঙ্গলকোট থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ মাদক ব্যবসায়ী ও চার জুয়াড়ি ও এক ওয়ারেন্টের আসামি গ্রেফতার করেছে থানা পুলিশ।এ সময় তাদের কাছ থেকে বিপুল মাদক উদ্ধার করে ।

থানা সূত্র জানায়,বুধবার সন্ধ্যায় উপজেলার পেরিয়া ইউনিয়নের মগুয়া বাজার থেকে মাদক বিক্রয় কালে গোপন সংবাদের ভিত্তিতে তিন মাদক ব্যবসায়ীকে আটক করে।অপর দিকে রায়কোট দক্ষিণ ইউনিয়নের নগরীপাড়া জলিলের বাড়ি থেকে এস আই ফরিদ,ও এ এস আই আব্দুর রহিমের নেতৃত্বে অভিযান চালিয়ে চার জুয়াড়িকে আটক করে।

আটককৃতরা হলেন,পেরিয়া ইউপির পেরিয়া গ্রামের মৃত.নুরুল ইসলামের ছেলে শাহীন, তার কাছ থেকে ১শ পিস ইয়াবা উদ্ধার করে ,তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় ছয়টি মাদকের মামলা রয়েছে।পেরিয়া ইউপির মগুয়া গ্রামের মো.ইসমাইলের ছেলে ফারুক, তার কাছ থেকে ১শ পিস ইয়াবা উদ্ধার করে,তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় ছয়টি মাদকের মামলা রয়েছে।লাকসাম উপজেলার পূর্ব লাকসাম ইউপির ফুলগাঁও গ্রামের হারুনুর রশিদের ছেলে মানিক, তার কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।আটককৃত ৩ মাদক ব্যাবসায়ীর বিরুদ্ধে এস আই ফরিদ,ও এ এস আই আব্দুর রহিম বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করে।

অপরদিকে আটককৃত জুয়াড়িরা হলেন, উপজেলার রায়কোট দক্ষিণ ইউপির নগরীপাড়া গ্রামের মৃত.আব্দুর রশিদের ছেলে রেজাউল হক,মৃত.আব্দুর ছোবানের ছেলে নুর আহাম্মদ ,মৃত.রঙ্গু মিয়ার ছেলে আব্দুল মোনাব ,মৃত.মমতাজ মিয়ার ছেলে জালাল আটক চার জুয়াড়িকে ভ্রাম্যমান আদালতে হাজির করলে ভ্রাম্যমান আদালতের দায়িত্বে থাকা নির্বাহি ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহি অফিসার দাউদ হোসেন চৌধূরী প্রত্যেককে দুই হাজার টাকা জরিমানা আদায় করেন।

নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম পি পি এম বিষয়টি নিশ্চিত করেন।

আর পড়তে পারেন