বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর-অবমাননার প্রতিবাদে দাউদকান্দি উপজেলা পরিষদ ও প্রশাসনের মানববন্ধন

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ১২, ২০২০
news-image

 

জাকির হোসেন হাজারী :
“জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান” এই স্লোগান নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুর ও অবমাননার প্রতিবাদে মানববন্ধন ওর‌্যালী করেছে দাউদকান্দি উপজেলা পরিষদ ও প্রশাসন।

শনিবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে দশটা থেকে দুপুর পর্যন্ত এই মানববন্ধন কর্মসূচি পালন করেন।

উপজেলা চত্বর থেকে একটি র‌্যালী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের সামনে এসে মানববন্ধনে রূপ নেয়। এতে অংশগ্রহণ করেন উপজেলা পরিষদের সকল দাপ্তরিক কর্মকর্তা, পৌর মেয়র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা।

পরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সেলিম শেখ, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহিনুর আলম সুমন, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগ সভাপতি এড. আহসান হাবীব চৌধুরী, গৌরীপুর ইউপি চেয়ারম্যান আবুল হাসেম সরকার প্রমূখ।

আর পড়তে পারেন