শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বরুড়ায় ছিনতাইয়ের ঘটনায় ছাত্রলীগের ৩ কর্মী আটক

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ৯, ২০১৮
news-image

 

স্টাফ রির্পোটার:
কুমিল্লার বরুড়ায় শুক্রবার (০৯ নভেম্বর) সন্ধায় মোবাইল ফোন ও টাকা ছিনতাইয়ের ঘটনায় ছাত্রলীগের ৩ কর্মীকে আটক করেছে বরুড়া থানা পুলিশ।

শুক্রবার ছিনতাইয়ের স্বীকার ইলিয়টগঞ্জের রাশেদ (৩০) বাদী হয়ে বরুড়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন বলে জানা যায়।

জানা গেছে, ওয়ার্কশপ কর্মচারী রাশেদের অভিযোগে শুক্রবার সন্ধায় বরুড়া থানা পুলিশের এস আই উত্তম ভেনৗমিক ও এস আই আনিছুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার পৌর এলাকার পাঠানপাড়া গ্রামের শাহ আলমের ছেলে মো: মান্নান, মোহাম্মদ আলীর ছেলে আরিফ ও মানু মিয়ার ছেলে তাজুল ইসলামকে আটক করেন। এর মধ্যে মান্নান ছাত্রলীগের (কামরুল গ্রুপ) নেতা ও আরিফ হেসেন ছাত্রলীগের (নজরুল গ্রুপ) কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক বলে জানা যায়।

তিন জনকে আটকের বিষয়টি বরুড়া থানা পুলিশের এস আই উত্তম ভৌমিক সাংবাদিকদের নিশ্চিত করেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত আটকৃতরা বরুড়া থানা পুলিশের হেফাজতে রয়েছে।

আর পড়তে পারেন