শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বরুড়ায় বসতবাড়ি থেকে চুরি হওয়া স্বর্ণ আল মদিনা জুয়েলার্স থেকে উদ্বার

আজকের কুমিল্লা ডট কম :
মে ১০, ২০১৮
news-image

বরুড়া প্রতিনিধি :

কুমিল্লার বরুড়ায় বুধবার সকালে এলাকাবাসির সহযোগীতায় পৌর এলাকার বরুড়া বাজারস্থ আল মদিনা জুয়েলার্স থেকে তিন ভরি চোরাই স্বর্ণ  উদ্বার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার হরিপুর গ্রামের আনোয়ার হোসেনের বাড়ি থেকে গত ৮ মে ছয় ভরি সোনা চুরি হয়। এরপর থেকে তারা আশে পাশের বাজার গুলোতে গোপনে খোঁজ নিতে থাকেন। পরে গোপন সংবাদে জানতে পারে বরুড়া বাজারের আল মদিনা জুয়েলার্সে ওই সোনা আছে। পরে আনোয়ার হোসেন বরুড়া বাজারের লোকজন নিয়ে ওই জুয়েলার্সের মালিক আবুল কালামের কাছে জানতে চাইলে সে প্রথমে অস্বীকার করেন। পরে এলাকাবাসী তার উপর চাপ সৃষ্টি করলে সে স্বীকার করে বলেন, হরিপুর গ্রামের জাকির হোসেন এর স্ত্রী পান্না মঙ্গলবার তার কাছে ওই স্বর্ণ বিক্রি করলে সে এক লক্ষ সাত হাজার টাকায় তা কিনে রাখেন। বিষয়টি স্থানীয়ভাবে মিমাংশা করা।

এ বিষয়ে আবুল কালাম আজাদ বলেন, আমি স্বর্ন কিনেছি সত্য। কিন্তু যখন জানতে পারি এটি চুরির স্বর্ণ, তখন আমি বরুড়া উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করি। আমি আগেও চুরির স্বর্ণ কিনেছি এ অভিযোগটি সঠিক নয়।

আর পড়তে পারেন