শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বরুড়ায় ২ বছরে প্রায় ১৫ হাজার গ্রাহককে বিদ্যুৎ সংযোগ

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ১২, ২০১৭
news-image

এমডি আজিজুর রহমান, বরুড়া:
কুমিল্লা পল্লী-বিদ্যুৎ সমিতি-১, বরুড়া পল্লী-বিদ্যুৎ জোনাল অফিস গত ২ বছরে প্রায় ১৫ হাজার গ্রাহকের মাঝে বিদ্যুতের নতুন সংযোগ দিয়েছে । এর ধারাবাহিকতায় দেখা গিয়েছে গত রবিবার পল্লী-বিদ্যুৎ অফিসে ছিলো নতুন গ্রাহকদের উপছে পড়া ভীড়।

জানা যায়, বরুড়া উপজেলা ১৫টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ উপজেলায় প্রায় সাড়ে ৪ লক্ষ মানুষের বসবাস। এখানে ভোগান্তির অপর নাম ছিলো পল্লী-বিদ্যুৎ অফিস। আজ থেকে ২ বছর পূর্বে উপজেলার প্রায় ৬৫ হাজার গ্রাহকদের বরুড়া পল্লী-বিদ্যুৎ জোনাল অফিস দীর্ঘদিন যাবৎ স্থানীয় দালাল চক্রের কারনে ভালে সেবা দিতে পারেনি। এখানে একজন সাধারণ গ্রাহক সেবা নিতে এসে চরম হয়রানি শিকার হতো। এতে অন্ধকার হয়ে পড়ে মানুষের জীবন যাপনের একমাত্র সঙ্গী।

এদিকে গত ২৭/০১/১৭ ইং তারিখে বরুড়া পল্লী-বিদ্যুৎ জোনাল অফিসে বর্তমান ডিজিএম মোঃ নূরুল হুদার যোগদানের পর পাল্টে গেছে পল্লী-বিদ্যুতের সার্ভিস সেবা। তিনি যোগদানের কিছুদিনের মধ্যে সিসি ক্যামেরা লাগিয়ে বিদ্যুৎ অফিসকে দালাল মুক্ত করেন। দালাল মুক্ত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দিতে গিয়ে তিনি বিভিন্ন মহলের রোষানলেও পড়েছেন।

অল্পসময়ে তিনি উপজেলার মানুষের কাছে সৎ অফিসার হিসেবে খ্যাতি অর্জন করেন। মানুষ সরাসরি এসে ওনার সাথে সমস্যার কথাগুলো মন খোলে বলতে পাড়ছে। তিনি যোগদানের পর এ পর্যন্ত শুধু জামানত নিয়ে প্রায় ১৫ হাজার গ্রাহকদের মিটার লাগিয়ে দেন। এছাড়া ব্যাতিক্রম উদ্যোগ নিয়ে স্পট মিটারিং সংযোগ প্রদান অর্থাৎ মানুষের বাড়ি বাড়ি গিয়ে একই দিনে আবেদন গ্রহন ও বিদ্যুৎ সংযোগ প্রদান করেন।

এছাড়াও তিনি গ্রাহকদের প্রতাকচক্রদের হাত থেকে বাচাতে বিশেষ উদ্যোগ গ্রহন করে ২৮শ ৬৭ সংযোগের অনুমোদন করে। সরাসরি গত এক সপ্তাহে সংযোগ প্রত্যাশি প্রায় ৮শ গ্রাহকের কাছ থেকে মিটার ফি বাবাদ ৬৫০ টাকা জামানত গ্রহন করেন, এতে অফিসের কর্মকর্তারা চরম হিমসিম খেতে হচ্ছে। এ কাজে লোক সংখ্যা কম থাকায় অফিসের অন্যান্য কাজ বন্ধ রেখে গ্রাহকদের সেবা দিতে নিদের্শ দেন বরুড়া জোনাল অফিসের ডিজিএম মোঃ নূরুল হুদা।

একাধিক গ্রাহকের সাথে কথা বলে জানা যায়, বিদ্যুতের সংযোগ পাওয়ার আশায় হাজার হাজার টাকা দিয়েও বছরের পর বছর ঘুরেছেন, কিন্তু সংযোগ পাওয়াতো দুরের কথা শেষ পযর্ন্ত টাকাও ফেরৎ পায়নি অনেকে। সরাসির মিটার বাবদ মাত্র ৬৫০ টাকা জামানত জমা দিয়ে মিটার সংযোগ পাচ্ছেন বলে বেজায় খুশী গ্রাহকেরা। তারা কোন রকম হয়রানী ছাড়া মিটারের জন্য সরাসরি জামানত জমা দিয়েই সংযোগ পাচ্ছেন গ্রাহকরা।

এদিকে উপজেলার বিভিন্ন গ্রামের কিছু সংখ্যক গ্রাহক সাংবাদিকদের জানান, তারা ঠিক মতো বিদ্যুৎ পাচ্ছে না। সংযোগ বাড়লেও সে পরিমান বিদ্যুৎ থাকছেনা গ্রাম এলাকায়। এবিষয়ে তারা স্থানীয় সংসসদ সদস্য ও পল্লী-বিদ্যুতের কর্তৃ পক্ষকের প্রতি দৃষ্টি আকর্ষন করছেন।

এ বিষয়ে পল্লী-বিদ্যুৎ বরুড়া জোনাল অফিসের ডিজিএম নুরুল হুদা জানান, বরুড়ায় বর্তমানে প্রায় ৭০ হাজার গ্রাহক রয়েছে। প্রত্যেককে শতভাগ সেবা দিতে পারছিনা। এতে সবার মন রক্ষা করাও আমাদের পক্ষে সম্ভব হয় না। এর পরেও আমরা চেষ্টা করে যাচ্ছি গ্রাহকদের সেবা প্রদানের লক্ষে। গ্রাহকদের কোনরকম হয়রানি ছাড়া নিখুত সেবা প্রদান করতে গিয়ে আমাদের হিমসিম খেতে হচ্ছে। বিশেষ কিছু উদ্যোগ গ্রহনের মাধ্যমে স্বতপূর্ত সেবা প্রদান করতে যা যা করনীয় আমরা তাই করবো। গ্রাহকদের জন্য আমাদের এ সেবা সব সময় অভ্যাহত থাকবে।

 

আর পড়তে পারেন