বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বুড়িচংয়ে অটো চালককে ফাঁস দিয়ে হত্যা, আটক ১

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ২৪, ২০১৭
news-image

 

মহিউদ্দিন ভূইয়া/সাকিব আল হেলালঃ

কুমিল্লার বুড়িচং উপজেলায় কবরস্থানের পাশে বাঁশ ঝাড়ের সাথে গলায় ফাঁস লাগানো বসা অবস্থায়  তুষার মিয়া (২০) নামের এক অটো রিক্সা চালকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। তাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত আশিকুর রহমান বাপ্পিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ আগষ্ট) দুপুর ২ টায় সদর উপজেলার সীমান্ত সংলগ্ন বুড়িচং উপজেলার ভরাসার বাজারের ঈদগাহ সংলগ্ন কবরস্থানের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত তুষার মিয়া কুমিল্লা সদরের পশ্চিম মাঝিগাছার বাগান বাড়ির গোলাপ মিয়ার ছেলে।সে ৫ মাস আগে বিয়ে করেছিল।

আটক হওয়া আশিকুর রহমান বাপ্পি কুমিল্লা সদরের বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, বুধবার বিকেলে তুষার অটোরিক্সা নিয়ে বের হয়ে আর বাড়িতে ফিরে আসেনি। বৃহস্পতিবার দুপুরে স্থানীয়রা বাঁশ ঝাড়ের পাশে তুষারের মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কোতয়ালী থানা  ও বুড়িচং থানা পুলিশ। এ সময় তদন্ত করে এ ঘটনায় জড়িত সন্দেহে ওই এলাকা থেকে আশিকুর রহমান বাপ্পিকে আটক করে।

কোতয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ সালাহ উদ্দিন জানান, মরদেহ বুড়িচং সীমান্তে পাওয়া যাওয়ায় মরদেহ বুড়িচং থানায় নেওয়া হয়েছে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মলদ কুমার দে জানান, অটো চালককে ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে।

আর পড়তে পারেন