শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বুড়িচংয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৩ প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ২৪, ২০২১
news-image

 

মোঃ জামাল উদিন দুলালঃ

কুমিল্লার বুড়িচংয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) উপজেলার খাড়াতাইয়া গাজীপুর সৈনিক বেকারীসহ ভরাসার বাজারে সঙ্গীয় পুলিশ ফোর্সসহ এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোসা: সাবিনা ইয়াছমিন।

এসময় মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা ও বেকারীর তৈরি পণ্যে ক্ষতিকারক উপাদান হাইড্রোজ ব্যবহার করার জন্য গাজীপুর সৈনিক বেকারীকে ১০ হাজার টাকা জরিমানা ও নগদ আদায় করা হয়। এছাড়াও ভরাসার বাজারে একটি দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার জন্য ৩ হাজার ও হোটেল অপরিচ্ছন্ন রাখার দায়ে ২ হাজার টাকাসহ মোট ১৫ হাজার টাকা জরিমানা ও নগদ আদায় করা হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মোসা: সাবিনা ইয়াছমিন বলেন, বাজারে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা ও অপরিচ্ছন্ন পরিবেশে হোটেলে খাবার পরিবেশন করার দায়ে উপজলার সর্বত্র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তবে সকল ব্যবসায়ীদের এসব বিষয়ে সচেতন থাকতে বলা হয়েছে।

আর পড়তে পারেন