শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মনের পশুত্বের অবসান ঘটিয়ে আসুন সকলে মিলে মানবিক মূল্যবোধ ও সামাজিক সম্প্রতির অনন্য বাংলাদেশ গড়ে তুলি -পুলিশ সুপার শাহ আবিদ

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ১, ২০১৭
news-image

 

ফেসবুক থেকে সংকলিতঃ

মনের পশুত্বের অবসান ঘটিয়ে সকলে মিলে মানবিক মূল্যবোধ ও সামাজিক সম্প্রতির অনন্য বাংলাদেশ গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন কুমিল্লা পুলিশ সুপার মোঃ শাহ আবিদ হোসাইন।

শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে এ আহ্বান জানিয়ে একটি স্ট্যাটাস দেন।

স্ট্যাটাসে পুলিশ সুপার লিখেছেন, উৎসব মানুষের মহামিলনকে মূর্ত করে মানবিকতার ছোঁয়ায়। স্রষ্টার নৈকট্য লাভে নিজের পশু শক্তিকে দমিয়ে, আত্মিক মিলনে শুভবোধের প্রাচুর্যে ও সৌন্দর্যে ত্যাগের মহিমায় বিলোপ ঘটুক সকল বৈষম্যের। শান্তির ছায়া বিস্তৃত হোক সর্বত্র। বিশ্বজনীন কল্যাণে আজ শুধু পশু উৎসর্গ নয়, কোরবানি হোক আমাদের সত্যাগ্রহ শক্তির উদ্‌বোধন।

আসুন মনের পশুত্বের অবসান ঘটিয়ে সকলে মিলে গড়ে তুলি মানবিক মূল্যবোধ ও সামাজিক সম্প্রতির অনন্য বাংলাদেশ। আপনার আস্থা ও নির্ভরতার প্রতীক হয়ে সেবার সুমহান ব্রতে আমরা আছি আপনার পাশে।

ঈদ মোবারক। সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা।

-মো শাহ আবিদ হোসেন,
পুলিশ সুপার কুমিল্লা

আর পড়তে পারেন