শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

মহাসড়কে আগামী ১ আগষ্টের পর থেকে বাতি ও সংকেত না ব্যবহারের জন্য জরিমানা ও মামলা

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ২২, ২০১৭
news-image

 

সেলিম সজীবঃ

সড়ক দুর্ঘটনা রোধ করি, নিরাপদে ঘরে, কাজে ফিরি’ এই স্লোগানে দুর্ঘটনাপ্রবণ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের এলাকায় জনসচেতনতামূলক কর্মসূচি হাইওয়ে পুলিশ। কুমিল্লা অঞ্চলের হাইওয়ে পুলিশ সুপার পরিতোষ ঘোষ জানান, বৃষ্টির সময় অথবা রাতে গাড়ি চালানোর সময় নির্ধারিত বাতি ও সংকেত ব্যবহারের জন্য চালকদের উদ্বুদ্ধ করতে এই পদক্ষেপ নেয়া হয়েছে। চালকদের কোন ধরনের মামলা না দিয়ে ন্যায্য মূল্যে গাড়ির বাতি লাগানো ও মেরামতের জন্য ব্যবস্থা করছে হাইওয়ে পুলিশ।

আগামী ১ আগষ্টের পর থেকে বাতি ও সংকেত না ব্যবহারের জন্য জরিমানা ও মামলা করা হবে। এ সময় এই কার্যক্রমে অংশ নেন কুমিল্লা অঞ্চলের হাইওয়ে পুলিশ সুপার পরিতোষ ঘোষ, সহকারী পুলিশ সুপার মোঃ শফিকুল ইসলাম শিকদার, ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান।

আর পড়তে পারেন