শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মেঘনায় চুরির হিড়িক!

আজকের কুমিল্লা ডট কম :
জুন ১০, ২০১৭
news-image

এম এইচ বিপ্লব:
কুমিল্লা মেঘনা উপজেলায় চুরির হিড়িক পরেছে। সম্প্রতি উপজেলার হাসনাবাদ গ্রামের রিপন মিয়ার অটো রিক্সার ব্যাটারি চুরি করে পালানোর পথে ধরা পড়েছে চোর। মেঘনা উপজেলা হাসপাতালের সামনে মিলন মিয়ার দোকানে রাতের আধারে চুরি হওয়া প্রায় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। ওমড়াকান্দা ব্রিজ থেকে সম্প্রতি মোটরসাইকেলসহ স্বর্নালংকার ছিনিয়ে নেয়। এঘটনা পরে স্থানীয়দের হস্তক্ষেপে মিমাংসা হয় বলে জানা যায়। উপজেলা প্রশাসনে কর্মরত ব্যাক্তির মোটর সাইকেল উপজেলা থেকে চুরি হয়। এছাড়া কয়েকটি সিএন জিও চুরি হয়। এদিকে চর পাথালিয়া মোড়ে ওয়াল্টন শো রুমে সম্প্রতি বড় ধরনের চুরি হয় । এ ঘটনায় মেঘনা থানায় জি ডি করা হয়। সাধারন মানুষের জানমাল নিরাপত্তাহীনতায়। সামনে ঈদকে কেন্দ্র করে চুরি ছিনতাইয়ের আশংকা করছেন স্থানীয় জনগন। এব্যাপারে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এস এম সামসুদ্দিন জানান, এখন মহাসড়কের সাথে সংযোগ সড়ক চালু হয়েছে বহিরাগত লোকের আগমন বেশি, রাত দিন ডিউটি করেও কাভার দেওয়া যাচ্ছেনা, তাছাড়া জনবলের অনেক ঘাটতি রয়েছে। এগুলো পূরন হলে অচিরেই এ সমস্যা শেষ হবে এবং চুরি যেন না হয় সে ব্যাবস্থাও নিবো। উপজেলা ভাইস চেয়ারম্যান তাজুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, রাতের টহল আশানুরুপ না হওয়ার কারনে এই বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটছে। থানায় জনবল সংকট রয়েছে।

আর পড়তে পারেন