বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

রোহিঙ্গা হত্যা, ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে দাউদকান্দিতে মানববন্ধন

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ১৫, ২০১৭
news-image

 

জাকির হোসেন হাজারী,দাউদকান্দি ঃ
মিয়ানমারের রাখাইনে মুসলিম রোহিঙ্গাদের ওপর সে দেশের সেনাবাহিনী গণহত্যা, গণধর্ষণ, অত্যাচার-নির্যাতন ও নিপীড়নের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভ করেছে বিভিন্ন সংগঠন। শুক্রবার জুম্মার নামাজের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি বিশ্বরোড ও গৌরীপুর বাসস্ট্যান্ডে হেফাজতে ইসলাম ও বাংলাদেশ মানবাধিকার সংগঠন দাউদকান্দি শাখা পৃথকভাবে এ কর্মসূচী পালন করেছে।


হেফাজতে ইসলাম দাউদকান্দি উপজেলা শাখার সভাপতি মাওলানা আনোয়ার উল্লাহ ও সেক্রেটারী মাওলানা নজির আহম্মেদের নেতৃত্বে দাউদকান্দি উপজেলা সদর থেকে কয়েক হাজার মুসুল্লী বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি বিশ্বরোড ঈদগা মাঠে সমবেত হয়। ঈদগা মাঠে এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মুফতি সোলায়মান, মাওলানা আহসান উল্লাহ, মাওলানা ইউসুফ মুন্সি ও মাওলানা মহসিন উদ্দিন বেলালী প্রমুখ। একই সময়ে দাউদকান্দি প্রেসক্লাবের সামনে( গৌরীপুর) বাংলাদেশ মানবাধিকার কমিশন দাউদকান্দি শাখা । সংগঠনের সভাপতি মইনউদ্দিন আহম্মেদ ও সাধারণ সম্পাদক আলী আশরাফসহ কয়েক শতাধিক লোক সমবেত হন।

আর পড়তে পারেন