মঙ্গলবার, ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

লালমাই উপজেলা যুবলীগের ৪৯-তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ২২, ২০২১
news-image

 

মোস্তফা কামাল মজুমদার, লালমাই:

কুমিল্লার লালমাইয়ে  উপজেলা  যুবলীগ শাখার উদ্যোগে প্রতিষ্ঠানটি  ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা,আলোচনা সভা,কেক কাটার মাধ্যমে উদযাপন করা হয়।

শনিবার (২০ শে নভেম্বর)  শনিবার সকাল ১০টায়  বাগমারা উচ্চ বিদ্যালয় মাঠে  প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।  এতে  প্রধান অতিথি হিসেবে (ভার্চুয়াল) বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের  সভাপতি ও  অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল) এফসিএ, এমপি।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকীতে উপজেলার ৯ টি ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে অনুষ্ঠান স্থলে উপস্থিত হন।  উপজেলা  যুবলীগের আহবায়ক আবদুল মোতালেব এর নেতৃত্বে একটি র‌্যালি কুমিল্লা – নোয়াখালী সড়কের বাগমারা বাজার প্রদক্ষিণ করে পুণরায় মাঠে অবস্থান নেন।

উপজেলার স্মরণকালের সর্ববৃহৎ যুব সমাবেশে সভাপতিত্ব করেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা ও লালমাই উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মোঃ আবদুল মোতালেব।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা সরকারি কলেজের সাবেক ভিপি ও কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগ নেতা হাজী কামরুল হাসান শাহিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারোয়ার,লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মালেক,জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবদুল মমিন মজুমদার,লালমাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুল হামিদ,সাবেক সাধারণ সম্পাদক ও মাননীয় অর্থমন্ত্রীর একান্ত সহকারী সচিব বাবু কল্যাণ মিত্র সিংহ রতন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার,নাঙ্গলকোট পৌর মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আবদুল মালেক,নাঙ্গলকোট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইউসুফ,লালমাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভারপ্রাপ্ত আলহাজ্ব আবদুল মতিন মোল্লা,সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম,দ্বীন মোহাম্মদ,সাংগঠনিক সম্পাদক মোঃ আয়াত উল্লাহ,আবদুল মালেক,আমির হোসেন,মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল হক,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া বেগম ,সদর দক্ষিণ যুবলীগের যুগ্ম আহবায়ক ইসরাক মাহমুদ মাসুদ,যুগ্ম আহবায়ক আমান উল্লাহ আমান,বাগমারা উত্তর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আবুল কাশেম, বাগমারা দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান মোঃ লোকমান হোসেন, ভূলইন উত্তর ইউনিয়ন চেয়ারম্যান হাজী আবদুর রহিম, ভূলইন দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান মোঃ একরামুল হক, পেরুল উত্তর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আবুল বাশার, পেরুল দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান এজিএম সফিকুর রহমান, বেলঘর উত্তর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আবুল খায়ের মজুমদার, বেলঘর দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান আবদুল মান্নান মনু, বাকই উত্তর ইউনিয়ন চেয়ারম্যান আইয়ুব আলী,বাগমারা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সামছুল হক মুন্সি, সাঃ সম্পাদক মোঃ নূরুল ইসলাম নূরু, বাগমারা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম সওদাগর, সাঃ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন,কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগ সিনিয়র সহ-সভাপতি,যুবলীগ নেতা মোঃ জয়নাল আবেদীন জয়, সাংগঠনিক সম্পাদক জাকির হাসান জাফর, মিনহাজুল ইসলাম রাফি,লালমাই উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য কাউছার মোর্শেদ মজুমদার,কাজী কামরুল হাসান ভুট্টো,লোকমান হোসেন,সামছুল আলম শিমুল,উপজেলা কৃষক লীগের আহবায়ক আলহাজ্ব হানিফ মজুমদার ও সদস্য সচিব আবু জাফর মোহাম্মদ সালেহ,উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক কানিজ ফাতেমা,সদর দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার,উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহপরান সওদাগর, সাঃ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম রাব্বি,সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল শাহিন প্রমুখ।

এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ,ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

র‌্যাফল ড্র এর পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠান পালিত হয়।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবলীগের সদস্য এডভোকেট জাহাঙ্গীর আলম ও প্রভাষক আমান উল্লাহ আমান।

প্রধান অতিথির বক্তব্যে  অর্থমন্ত্রী বলেন,বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে দূর্নীতি, মাদক ও সন্ত্রাস মুক্ত যুবলীগের নেতৃত্ব গড়ে তুলতে হবে।সত্য কথা বলেও রাজনীতি করা যায় এ নীতি ও আদর্শ অটুট রাখতে হবে।

আর পড়তে পারেন