শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সংবাদপত্রের পরিবহন চালক আজ নিজেই সংবাদের শিরোনামে

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ২, ২০২১
news-image

স্টাফ রিপোর্টার:

প্রতিদিন ঢাকা থেকে সকল জাতীয় দৈনিক পত্রিকা চট্টগ্রাম ও কক্সবাজারে পৌছে দিতেন লিটন। কিন্ত নিজেই একদিন সংবাদের শিরোনাম হয়ে যাবেন হয়তো ভাবেননি কোন দিন। তিনি সংবাদ পত্র পরিবহন সংস্থা চাদনী পরিবহণের মাইক্রোবাস চালক ছিলেন।সড়ক দুঘর্টনায় তিনি নিজেই আজ শিরোনাম হয়ে গেলেন। দুর্ঘটনার ফলে গন্তব্যে পৌছতে পারেনি জাতীয় সংবাদপত্র গুলি।

আজ ভোর রাত ৩ টার দিকে পদুয়ারবাজার ফ্লাইওভারের পশ্চিম পাশে কাভার্ডভ্যান চাপায় দুমড়ে মুচড়ে যায় সংবাদপত্র পরিবহনের মাইক্রোবাসটি। এতে আশংকাজনক অবস্থায় হাসপাতালে নেয়ার পর চালক লিটনের মৃত্যু হয়। আহত হয়েছে আরও ৩ জন।

নিহত লিটন (৫৫) বি-বাড়িয়ার নবীনগর উপজেলার ডুবাচাইল গ্রামের মৃত কবিরুল ইসলামের পুত্র।

হাইওয়ে ময়নামতি থানার এসআই খোরশেদ আলম বলেন, চট্টগ্রামগামী পত্রিকাবাহী মাইক্রোবাসটিকে প্রথমে পেছন থেকে একটি অজ্ঞাতনামা গাড়ি ধাক্কা দেয়, পরে মাইক্রোবাসটি সামনের অপর একটি কাভার্ডভ্যানের সাথে ধাক্কা লেগে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে গিয়ে ভেতরে থাকা চালক লিটনসহ অন্যরা আটকা পড়ে। হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে তাদের কুমেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে চালক লিটন মারা যায়। আহতদের অবস্থাও আশংজনক।

আর পড়তে পারেন