শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

হোয়াইটওয়াশ হওয়ায় বাটলারদের ধুয়ে দিল ব্রিটিশ গণমাধ্যম

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ১৫, ২০২৩
news-image

স্পোর্টস ডেস্কঃ

বাংলাদেশ সফরে এসে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতলেও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয় ইংল্যান্ড ক্রিকেট দল।

বাংলাদেশ সফরে ধবলধোলাই হওয়ায় ইংল্যান্ড ক্রিকেট দলকে ধুইয়ে দিয়েছে ব্রিটিশ গণমাধ্যমগুলো।

ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান শিরোনামে লিখেছে- ‘২০১৬ সালের পর ইংল্যান্ডকে হোয়াইটওয়াশের লজ্জা দিল বাংলাদেশ।’

দ্য টেলিগ্রাফ ইংল্যান্ড দলকে নিয়ে করেছে উপহাস। শিরোনাম দিয়েছে- ‘মাখন মাখানো ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিল বাংলাদেশ।’

ডেইলি মেইল শিরোনাম করেছে- ‘শোচনীয়ভাবে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ।’

তবে সবাইকে ছাপিয়ে গেছে দ্য টাইমসের শিরোনাম। ইংল্যান্ডে এখন শীত পড়ছে। সেটি তুলে ধরে তারা লিখেছে- ‘গোঙানিতে শেষ হলো ইংল্যান্ডের বিভ্রান্ত শীত!’

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে চট্টগ্রামে ১৫৬/৬ রান করে ইংল্যান্ড হারে ৬ উইকেটে। মিরপুরে দ্বিতীয় ম্যাচে ১১৭ রানে অলআউট হয়ে সিরিজ হারে ৪ উইকেটে।

মঙ্গলবার শেষ ম্যাচে ১৫৯ রানের টার্গেট তাড়ায় ইংল্যান্ড ৬ উইকেট হারিয়ে করতে পারে মাত্র ১৪২ রান। ১৬ রানের জয়ে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ।

আর পড়তে পারেন