শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরেছেন মেসি

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ৩১, ২০১৮
news-image

 

স্পোর্টস ডেস্কঃ

বার্সেলোনার প্রাণভোমরা লিওনেল মেসি। দলের অধিনায়কও তিনি। সেই তারকার ইনজুরিতে বেশ বড়সড় ধাক্কায় খেয়েছিল দলটি। তবে সুখের খবর অবশেষে অনুশীলনে ফিরেছেন তিনি। ইনজুরি পুরোপুরি সেরে না উঠলেও দলের অনুশীলনে যোগ দিয়েছেন এ আর্জেন্টাইন। বুধবার দলের সঙ্গে অনুশীলনে দেখা যায় এ তারকাকে।

গত ২০ অক্টোবর ঘরের মাঠে সেভিয়ার বিপক্ষে ইনজুরিতে পড়েন মেসি। ম্যাচের ১৬ মিনিটে প্রতিপক্ষ মিডফিল্ডার ফ্রাঙ্কো ভেসকেসের সঙ্গে বল দখলের লড়াইয়ে মাটিতে পড়ে যান মেসি। তাতেই ডান হাতে চোট পান তিনি। পড়ে ক্লাব থেকে জানানো হয় ডান হাতের রেডিয়াল হাড়ে চিড় ধরায় তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে। এরপর কেটে ১১ দিন। ব্যান্ডেজ খোলা হয়েছে দুদিন আগে। ব্যথা অনুভব না করায় সোমবার নেমে গেলেন অনুশীলনে। এদিন রাতে কোপা দেল রের ম্যাচে মাঠে নামবে তারা। তবে এখনই কোন প্রতিযোগিতামূলক ম্যাচে নামছেন তিনি। অপেক্ষা করতে হবে আরও এক সপ্তাহের বেশি। এদিকে মেসি না থাকলেও তার অভাবটা বুঝতে দিচ্ছেন না সতীর্থরা। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ইন্টার মিলানের বিপক্ষে ২-০ গোলের ব্যবধানে জয় পায় তারা। তবে সবাইকে অবাক করে দেয় এল ক্লাসিকোতে। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ৫-১ গোলে গুঁড়িয়ে দেয় মেসিহীন বার্সেলোনা।

আর পড়তে পারেন