বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

শাহরাস্তির ইছাপুরা উচ্চ বিদ্যালয়ে অজ্ঞাত রোগে ৩০ শিক্ষার্থী অসুস্থ

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ২০, ২০১৭
news-image

 

সিদ্দিকুর রহমান নয়ন :

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের ইছাপুরা উচ্চ বিদ্যালয়ে ৩০ জন ছাত্র-ছাএী অজ্ঞাত রোগে অসুস্হ্য হওয়ার ঘটনা ঘটেছে। এদের মধ্যে গুরুতর ১২ জনকে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  এদের ৩ জন ছেলে আর বাকিরা মেয়ে । তাদের মধ্য ১ জন ষষ্ঠ শ্রেণির, ৩ জন নবম শ্রেণির এবং অষ্টম শ্রেনীর বাকিরা ।

২০ সেপ্টেম্বর বুধবার সকাল সাড়ে ৯টায় ক্লাস চলাকালিন সময়ে এক ছাত্রী বমি করতে থাকে, এক পর্যায়ে সেই মাথা ঘুরে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে ।এরপরই শুরু হয় একের পর এক অসুস্থ হওয়ার খবর।

অভিভাবকরা বলেন, আমাদের বাচ্চাদের এমন অবস্থা দেখে আমরা  ভয় পেয়েছি।

এলাকাবাসী বলেন, ছাত্র-ছাএীদের হঠাৎ করে এভাবে অসুস্থ হওয়ায় পুরো এলাকা জুড়ে আতংক বিরাজ করছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক  গোলাম কিবরিয়া বলেন বর্তমানে তাদের শারীরিক অবস্থা আগের চাইতে ভালো।

স্বাস্থ্য ও পরিবার -পরিকল্পনা কর্মকর্তা মানিক লাল মজুদার বলেন, ছাত্র-ছাএীরা সাইকোলজি সমস্যা ভুগছিল।তাই তারা অসুস্থ হয়েছে।

আর পড়তে পারেন