বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

এইচএসসি পরীক্ষায় কুমিল্লায় দ্বিতীয় দিনে অনুপস্থিত ১ হাজার ১৯ জন, ৪ জন বহিষ্কার

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ৩, ২০১৮
news-image

 

সেলিম সজীবঃ

কুমিল্লা বোর্ডের অধীনে ৬ জেলায় এইচএসসির বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ১ হাজার ১৯ জন পরিক্ষার্থী।এছাড়া অসুদপায় অবলম্বন ও সহযোগিতার অভিযোগে দুই পরীক্ষার্থী ও দুই পরিদর্শককে বহিষ্কার করা হয়।

মঙ্গলবার (৩ এপ্রিল)  বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়।

কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্র জানায়,  কুমিল্লায় ৩১১ জন, ফেনীতে ১২৮ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ১৬৩ জন, চাঁদপুরে ৯০ জন, নোয়াখালীতে ২৫৪ জন, লক্ষ্মীপুরে ৭৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।  গতকাল সোমবার বাংলা প্রথমপত্র বিষয়ে পরীক্ষায় ৩১১ জন অনুপস্থিত ছিল। এছাড়া পরীক্ষায় অসুদপায় অবলম্বনের জন্য ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ও লক্ষীপুরে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া দায়িত্ব অবহেলার জন্য কুমিল্লার লালমাইয়ে ২ জন পরিদর্শককে বহিষ্কার করা হয়।

কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. রুহুল আমিন ভুঁইয়া এ বিষয়টি নিশ্চিত করেছেন।

আর পড়তে পারেন