রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামের বিসিকে ভেজাল তেল কারখানায় অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা

আজকের কুমিল্লা ডট কম :
মে ১০, ২০২১
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

তেলের প্লাস্টিকের বোতলের ওপর লাগানো লেভেল ছিল বেশ রঙচঙে। দেখে মনে হবে এটি স্বনামধন্য ব্র্যান্ড ‘রূপচাঁদা’ সয়াবিন তেল। লেভেলে আছে বিএসটিআইর লোগো। তবে এটি আসল না নকল তা দেখে ভোক্তাদের চেনার উপায় নেই। আসলের আদলে ‘রূপচান’ ও ‘রুপায়ন’ নামে ব্যবহার করা হয় ভেজাল ভোজ্য সয়াবিন তেল। এমনই এক ভেজাল সয়াবিন তেল তৈরির কারখানার সন্ধান মিলেছে কুমিল্লার চৌদ্দগ্রামের বিসিক শিল্প এলাকায়।

রোববার (৯ মে) গোপন সংবাদের ভিত্তিতে কারখানাটিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং চৌদ্দগ্রাম উপজেলা সহকারী নির্বাহী কর্মকর্তা (ভূমি) আল-আমিন সরকার।

এ সময় প্লাস্টিকের বোতল, লেভেল ও মেশিনসহ নানা সামগ্রী জব্দ করা হয়। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় মালিককে তাৎক্ষণিক ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী নির্বাহী কর্মকর্তা (ভূমি) আল-আমিন সরকার জানান, প্রতিষ্ঠানটি নামীদামী ব্র্যান্ডের লোগো ব্যবহার করে দীর্ঘদিন ধরে ভেজাল তেল বাজারজাত করছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অনিয়মের কারণে প্রাথমিকভাবে জরিমানা করা হয়।

আর পড়তে পারেন