Tag Archives: অগ্নিকান্ড

কোম্পানীগঞ্জে আ.লীগ নেতার ঘরে অগ্নিসংযোগ

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরহাজারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান হাজী নুরুল হুদার বান্নাঘরে আগুন দিয়েছে একদল দুর্বৃত্ত। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে।

বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার চরহাজারী ইউনিয়নের হাজারীহাট বাজার সংলগ্ন নুরুল হুদা চেয়ারম্যানের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিবাদে শুক্রবার বিকেলে উপজেলার হাজারীহাট বাজারে স্থানীয় আওয়ামী লীগ এক প্রতিবাদ সভা ডেকেছে।

ভুক্তভোগী আওয়ামী লীগ নেতা নুরুল হুদা জানায়, উপজেলার চরহাজারীহাট বাজার সংলগ্ন তার বাড়ি। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে তিনি ঘুমের মধ্যে হঠাৎ বিকট শব্দ শুনে ঘুম থেকে জেগে যান।

এরপর তিনি তার ভাতিজাকে নিয়ে বসতঘরের ছাদে উঠে বিষয়টি আচ করার চেষ্টা করেন, কি হয়েছে। পরবর্তীতে তিনি দেখতে পান দুর্বৃত্তরা তার রান্না ঘরে আগুন লাগিয়ে দিয়েছে। পরে বাড়ির লোকজন ও আশপাশের লোকজন এসে নিয়ন্ত্রণে আনে।

তিনি অভিযোগ করে বলেন, দুর্বৃত্তরা রান্না ঘরে আগুন দিয়ে আমি পাশের যে ঘরে থাকি ওই কক্ষের চারপাশে কেরোসিন ছিটিয়ে দেয়। যেন রান্না ঘরের আগুন বসতঘরে ছড়িয়ে পড়লে আমি পুড়ে মারা যাই।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নৌকার পক্ষে এখানে স্বেচ্চার। এই জন্য এ ঘটনায় রাজনৈতিক যোসসূত্রতা থাকতে পারে। এ ছাড়াও ইদানিং কিছু পারিবারিক কেন্দ্রিক ঝামেলা আছে আমার ওপর। একটা লোক কয়েক বছর আমাকে খুব ডিস্টাব করছে।

কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো.ইউছুফ বলেন, একটি পরিত্যক্ত রান্না করে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার আগে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আওয়ামী লীগ নেতার বসতঘরে চেয়ারম্যান যে কক্ষে থাকে ওই কক্ষের জানালার কাছে আমি কোরোসিনের একটু গন্ধ পেয়েছি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, এটি অগ্নিকান্ড না অগ্নিসংযোগ এ বিষয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা বলতে পারবে। তবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এখানো ভুক্তভোগী থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চান্দিনায় ভয়াবহ অগ্নিকান্ডে ৮ ঘর পুড়ে ছাঁই

 

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনায় ভয়াবহ অগ্নিকান্ডে ৮টি ঘর পুড়ে ভষ্মিভূত হয়েছে।

বুধবার (১০ মে) বেলা সাড়ে ১১টায় চান্দিনা উপজেলার গল্লাই কংগাই দক্ষিণপাড়া গ্রামের ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

এতে ওই গ্রামের মতিন মাস্টার এর ছেলে জাকির হোসেন এর ১টি, তার ভাই জামাল হোসেন ২টি, মালেক মিয়ার ছেলে তাজুল ইসলাম এর দুইটি ও মিজানুর রহমান এর ৩টি ঘর পুড়ে যায়। এর মধ্যে ৫টি বসত ঘর।

একই বাড়ির বিল্লাল হোসেন জানান, প্রবাসী তাজুল ইসলাম এর বসত ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা একে একে পাশের ঘর গুলোতে ছড়িয়ে পড়ে। সবাই কৃষি কাজে ব্যস্ত থাকায় কোন ঘর থেকেই কোন প্রকার মালামাল বাহির করা সম্ভব হয়নি। খবর পেয়ে চান্দিনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করলেও ততক্ষণে ৮টি ঘর পুড়ে যায়। এতে স্বর্ণালংকার, নগদ টাকা, আসবাবপত্রসহ অন্তত ৬০ লাখ টাকার ক্ষতি হয়ছে বলে দাবী করেন ক্ষতিগ্রস্থ পরিবার।

চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার অনয় কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।

চান্দিনায় ভয়াবহ অগ্নিকান্ডে ইলেকট্রনিক্সের গোডাউন পুড়ে ছাই

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চান্দিনায় আতিক ইলেকট্রনিক্স এন্ড ইলেকট্রিক নামের একটি ব্যবসায়ীক প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ৭০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১ টায় উপজেলা সদরের মোকামবাড়ি এলাকায় একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের গোডাউনে এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

প্রতিষ্ঠানটির টেকনিশিয়ান মো. রাব্বি খান জানান, অগ্নিকাণ্ডে তাদের গোডাউনে রক্ষিত ৬০টি ফ্রিজ, ২০টি টিভি, ৬টি এসি,৭টি এয়ারকুলার, ইলেকট্রিক এবং ক্রোকারিজ মালামাল ভষ্মিভূত হয়। এতে ৭০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

চান্দিনা ফায়ার সার্ভিস এর দমকল কর্মীরা এক ঘন্টারও বেশি সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এ ব্যাপারে চান্দিনা ফায়ার স্টেশনের সাব-স্টেশন অফিসার সাবের আহমদ জানান, প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

বরুড়ার ঝলম বাজারে ভয়াবহ অগ্নিকান্ড: ১৪টি দোকান পুড়ে ছাই

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বরুড়া উপজেলার ঝলম বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

শনিবার রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

এ সময় ১৪ টি দোকান পুড়ে ছাই  হয়ে যায়। এ অগ্নিকান্ডে প্রায় ৩ থেকে সাড়ে ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা করছেন স্থানীয় ব্যবসায়িরা।

বুড়িচংয়ে অগ্নিকান্ডে গবাদি পশু ও ঘর পুড়ে ছাই

 

সাকিব আল হেলালঃ

কুমিল্লার বুড়িচং উপজেলার  ষোলনল ইউনিয়নের মহিষমারা পুরাতন ভুঁইয়া বাড়িতে শনিবার দিবাগত রাত ১২টায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের সৃষ্ট অগ্নিকান্ডে গাভি, ফ্রিজ,নগদ ৮০ হাজার টাকার আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

মৃত সুলতান মিয়ার দুই ছেলে মহসিন ও আবু জাহের ভুঁইয়ার ঘরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়,নগদ টাকা,আসবাবপত্রসহ  প্রায়  ৬  লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্রে থেকে জানা যায়, রাতে মহসিন ও আবু জাহের ভূইয়ার ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন সূত্রপাত ঘটে। এ আগুন ছড়িয়ে পড়ে সব পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে বুড়িচংয়ের ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

বুড়িচং ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার জানান,বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় । এ ঘটনায় প্রায় ছয় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।