Tag Archives: আলোচিত

দাউদকান্দিতে আলোচিত

দাউদকান্দিতে আলোচিত মহিউদ্দিন হত্যার ঘটনায় ১০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার-১

দাউদকান্দিতে আলোচিত মহিউদ্দিন হত্যার ঘটনায় ১০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার-১

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লার দাউদকান্দিতে মো. মহিউদ্দিন (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যার পর তার ডান হাত কেটে নেয়ার ঘটনায় ১০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

শনিবার রাতে নিহতের মা মনোয়ারা বেগম বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় এ হত্যা মামলা দায়ের করেন। পুলিশ এজাহারভুক্ত বাবু(২০) নামে একজনকে গ্রেপ্তার করেছে। সে গৌরীপুর গ্রামের সফিক মিয়ার ছেলে।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রোমেল বড়ুয়া জানান, নিহতের মা ১০ জন নামধারী এবং ৫/৬ জনকে অজ্ঞাতনামা করে একটি হত্যা মামলা দায়ের করেন। এরমধ্যে মামলায় এজহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যন্য আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।

উল্লেখ্য, গত শনিবার সকাল ৯টায় উপজেলার গৌরীপুর ইউনিয়নের ওলানপাড়া মসজিদ সংলগ্ন সড়কে দুর্বৃত্তরা মহিউদ্দিনের ওপর হামলা চালিয়ে তার ডান হাতের কনুই বিচ্ছিন্ন করে। পরে তাকে এলোপাতাড়ি কুপিয়ে বিছিন্ন কনুই নিয়ে পালিয়ে যায়।

স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় মহিউদ্দিনকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুর নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এলাকাবাসী জানান, উপজেলার গৌরীপুর এবং ওলানপাড়া গ্রাম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও অপরাধীদের আখড়া হিসেবে পরিচিত। মাদক ব্যবসা নিয়ে স্থানীয় অপর একটি গ্রুপের সাথে মহিউদ্দিনের দ্বন্দ্ব চলছিল।

পুলিশ জানায়, নিহত মহিউদ্দিনের নামে মাদক, মারামারি, ডাকাতি ও দস্যুতাসহ দেশের বিভিন্ন থানায় ৭-৮ মামলা রয়েছে। ধারনা করা হচ্ছে মাদক সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এ হত্যাকান্ডের ঘটনা।

নিহত মহিউদ্দিন উপজেলার গৌরীপুর ইউনিয়নের ওলানপাড়া গ্রামের রফিক মিয়ার ছেলে। ময়নাতদন্ত শেষে রবিবার বাদ আসর তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে নিজ গ্রামে তার দাফন সম্পন্ন হয়।