Tag Archives: ইউনিটি অফ কুমিল্লা এসএসসি ২০০১ ব্যাচের মহা মিলনমেলা অনুষ্ঠিত

ইউনিটি অফ কুমিল্লা এসএসসি ২০০১ ব্যাচের ইফতার পার্টি-২০২৪ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

ইউনিটি অফ কুমিল্লা এসএসসি ২০০১ ব্যাচের ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (২২ মার্চ) কুমিল্লার একটি রেস্টুরেন্টে ইফতার পার্টি অনুষ্ঠিত হয়।

এতে কুমিল্লার ১৩টি উপজেলার ২০০১ ব্যাচের বন্ধুরা অংশগ্রহণ করে। বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন গ্রুপের এডমিন মামুন আব্দুল্লাহ, ওমর ফারুক, ডাক্তার সুমন, আনিস, কার্তিক, ছোটন, সোহেল, এনি, ইয়াসমিন, মিতু, টুম্পা, কাউসার, সাখাওয়াত, তাহের, ডাক্তার আলমগীর, শেখ আব্দুল্লাহ, ডাক্তার জামাল, মনির, তানজিল, খোকন নন্দী, রায়হান, জাকির, শাহীন, আব্দুর রহমান, সোহানা মিথি, এডভোকেট সাইফুল, এডভোকেট সুমন, সাংবাদিক আলমগীর, সবুজ, এন টুনি ও নাজমুল প্রমুখ।

ইউনিটি অফ কুমিল্লা এসএসসি-২০০১ ব্যাচের ঢাকার বন্ধুদের মিটআপ ও ইফতার সম্পন্ন

স্টাফ রিপোর্টার:

ইউনিটি অফ কুমিল্লা এসএসসি-২০০১ ব্যাচের ঢাকার বন্ধুদের উদ্যোগে  প্রথম মিটআপ ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার রাজধানীর তেজগাঁও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট স্টাফ কোয়ার্টারে ঢাকায় অবস্থিত কুমিল্লার ২০০১ বন্ধুদের উপস্থিতিতে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।এতে ঢাকার বিভিন্ন প্রান্তে বিভিন্ন পেশায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বন্ধুরা একত্রিত হয়। সকল বন্ধুদের উপস্থিতিতে একসাথে ইফতার ও প্রাণবন্ত আড্ডায় বন্ধুরা সবাই আবেগপ্রবণ হয়ে পড়ে।হারিয়ে যায় স্কুল জীবনের স্মৃতি বিজড়িত সেই দুরন্তপনা ও দস্যিপনা দিনগুলোতে। মেতে উঠে আনন্দ আড্ডায়, হাসি গানে ও গল্পঃ কবিতায়।

প্রথমে মহিউদ্দিন মহি পবিত্র কোরআন তেলাওয়াত ও মোনাজাতের মাধ্যমে শুরু হয় প্রোগ্রাম । এরপর সবাই একসাথে ইফতার ও নামাজ শেষ করে আবারও আড্ডায় মেতে উঠে। পরিচয় পর্বের মাধ্যমের সবাই নিজের নাম, পেশা ও এলাকার কথা উল্লেখ করে। তারপর একে একে নিজেদের অনুভূতি শেয়ার করে আয়োজক কমিটি ও গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতেও যেন এই ইউনিটি ও আড্ডা অব্যাহত থাকে সেই আশা ব্যক্ত করে ধন্যবাদ জানায়। তারপর বিরিয়ানি ও চা আড্ডায় শেষ হয় ইফতার ও মিটআপ পর্ব।

পরিশেষে আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানায় এবং ভবিষ্যতেও আরো বড় পরিসরে ঢাকাতে একসাথে হওয়ার আশ্বাস দেয়।সকল বিপদে আপদে একে ওপরের পাশে থেকে যেন সহযোগিতা করতে পারে সেই কামনা করে ও ইউনিটির এই বন্ধন কে আরো শক্তিশালী করার আহ্বান করে।

এ অনুষ্ঠানে  মাকসুদা সালাম, কাজী সাইফুল, মহিউদ্দিন মহি, আব্দুল হাকিম, মেহেদী হাসান, মহিউদ্দিন সরকার, আবু বকর , ডা: সজীব, সাইফুল ইসলাম, ইঞ্জি: মাজহারুল, আমান উল্লাহ, ওহিদ আল্লাহ, সোহেল সরকার, মহসিন সরকার,মঞ্জুর হোসেন, ইলিয়াস আহমেদ, ইউনূস,মোস্তফা, ইসহাক মনসুর ,সোহেল আহমেদ,প্রফেসর মামুন উপস্থিত ছিলেন।

ইউনিটি অফ কুমিল্লা এসএসসি-২০০১ ব্যাচ গ্রুপের সপ্তাহব্যাপী বর্ষপূর্তি উদযাপন

স্টাফ রিপোর্টার:

জয় হোক বন্ধুত্বের, জয় হোক # unity of comilla SSC 2001 গ্রুপের, ভালোবাসা অবিরাম- নানা শ্লোগানে নানান আয়োজন, উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সপ্তাহব্যাপি পালিত হল ইউনিটি অফ কুমিল্লা এসএসসি-২০০১ ফেইসবুক গ্রুপের জমকালো বর্ষপূর্তি। দেশ ও বিদেশের বন্ধুদের কেক কাটা থেকে শুরু করে, বিভিন্ন ধরনের ফেস্টুন, ব্যানার ও প্লে কার্ড বানিয়ে গ্রুপের জন্মদিনের শুভেচ্ছা বিনিময়ে মুখরিত ছিল পুরো সপ্তাহ জুড়ে।

গত বছর ২৪ শে জুলাই কুমিল্লা জেলার এসএসসি ২০০১ ব্যাচের বন্ধুদের একত্রে করার ও বন্ধুদের জন্য কল্যাণ মূলক কিছু করার স্বপ্ন বাসনা নিয়ে গ্রুপের যাত্রা শুরু হয়, সেই দিনটাকে স্মরণীয় করে রাখতে গত ২৪ তারিখ প্রথম গ্রুপের এডমিন ওমর ফারুক জাপানে অবস্থিত বন্ধুদের নিয়ে প্রথম কেক কেটে জন্মদিনের শুভেচ্ছা জানান, তারপর ঢাকায় অবস্থিত কুমিল্লার বন্ধুরা, সদর দক্ষিণের বন্ধুরা, দাউদকান্দির বন্ধুরা, চান্দিনার মাধাইয়ার বন্ধুরা, সদরের বন্ধুরা, বুড়িচংয়ের বন্ধুরা ও জাপান জোনের বন্ধুরা কেক কেটে গ্রুপের জন্মদিন পালন করে আয়োজনে মাতিয়ে রাখে। তাছাড়া গ্রুপে বিভিন্ন রকম প্রতিযোগিতা মূলক কর্মসূচি পালন করা হয়, বন্ধু ও বান্ধবীদের সেরা কাপল জুটি, গানের প্রতিযোগিতা, বাচ্চাদের ছড়া, গান ও আবৃত্তি প্রতিযোগিতায় ও মুখরিত ছিল পুরো সপ্তাহ।

বিশেষ করে শুক্রবার সদরের বন্ধুদের আয়োজনে প্রায় শতাধিক বন্ধুর উপস্থিতিতে নগরীর ইয়াম্মি রেস্টুরেন্টে বন্ধুরা এক রংয়ের পাঞ্জাবি ও বান্ধবীরা এক কালার শাড়ি পরে মনোমুগ্ধকর ও চোখ ধাঁধানো প্রোগ্রাম উপহার দেয়। সদরের অন্যতম প্রিয় বন্ধু ও প্রোগ্রামের আহব্বায়ক শেখ মেহেদী, মামুন আব্দুল্লাহ, ফরহাদ, উজ্জ্বল চন্দ্র পাল এর নেতৃত্বে ও সদরের অন্যান্য বন্ধুদের সহযোগিতার মধ্য দিয়ে দিনভর আনন্দ উৎসবের মধ্যে দিয়ে পালিত হয় বর্ষপূর্তি। এতে সদরের বন্ধুরা ছাড়াও অন্যান্য থানার অনেক বন্ধুরা উপস্থিত থেকে আনন্দ উপভোগ করে এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে প্রোগ্রাম করার ও সকল বন্ধুরা বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ থাকার আহ্বান জানান । সকল বিপদে আপদে গ্রুপের সাথে ও গ্রুপের বন্ধুদের সাথে থাকার একাত্ম প্রকাশ করেন।

পবিত্র কোরআন তেলওয়াত দিয়ে শুরু হওয়া প্রোগ্রামে বন্ধুদের বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার ও বন্ধুদের গানের মধ্য দিয়ে শেষ হয় দিনভর বন্ধুত্বের মেলা।

প্রোগ্রামের এক পর্যায়ে প্যানেলের পক্ষ থেকে জানানো হয় যে, আগামী বছরের মার্চ মাসে ইউনিটির সকল বন্ধুদের নিয়ে কুমিল্লার ম্যাজিক প্যারাডাইজে বড় আকারে প্রোগ্রাম করার ঘোষণা করা হয় এবং এতে সকল বন্ধুদের সহযোগিতা কামনা করা হয় । কুমিল্লার বাকি বন্ধুদের ও গ্রুপে এড করার আহ্বান জানানো হয়। পরিশেষে গ্রুপের সকল বন্ধুদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। গ্রুপে এক্টিভ থেকে গ্রুপকে প্রাণবন্ত রাখার জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

ইউনিটি অফ কুমিল্লা এসএসসি ২০০১ ব্যাচের উদ্যোগে জমকালো মিলনমেলা অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার:

আরেকটি জমকালো মিলনমেলার আয়োজন করেছে ইউনিটি অফ কুমিল্লা এসএসসি ২০০১ ব্যাচের বুড়িচং ও ব্রাক্ষণপাড়া বন্ধুরা।

২৫শে মার্চ (শুক্রবার ) বুড়িচংয়ের ময়নামতি স্কুল অ্যান্ড কলেজে  জমকালো মিলনমেলার আয়োজন করা  হয়।

সকাল  সাড়ে  ৯ টায় কোরআন তেলাওয়াত এর মধ্য দিয়ে মিলনমেলার শুরু হয়। এরপর বিকেল পর্যন্ত সারাদিন ব্যাপী প্রোগ্রামে গ্রুপের এডমিন বন্ধু ইঞ্জি: মেহেদী হাসান এবং আগত সকল বন্ধুদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।

প্রোগ্রামের উদ্বোধন ঘোষণা করেন ময়নামতি কলেজের ২০০১ ব্যাচের ছাত্র মুন্সী মো: শুকুরুল্লাহ্ । তারপর গীতা পাঠ ও জাতীয় সঙ্গীত গাওয়ার মধ্য দিয়ে প্রোগ্রাম প্রাণবন্ত হয়ে উঠে। তাছাড়া ছোট্ট সোনামণিদের দিয়ে প্রোগ্রামের কেক  কাটানো হয়। এ সময় কুমিল্লা জেলার সকল উপজেলার পরিচয় পর্বে ( সদর, দাউদকান্দি, হোমনা, গৌরীপুর, চান্দিনা, দেবিদ্বার, মুরাদনগর,বুড়িচং, বি পাড়া, লাকসাম, চৌদ্দগ্রাম, নাঙ্গলকোট, বরুড়া) বন্ধুরা উপস্থিত থেকে প্রোগ্রামকে আরো প্রাণোচ্ছল করে তুলে। সারাদিন হৈ হুল্লোর ,ফটোসেশন ও গ্রুপ আড্ডায় সকল বন্ধুরা মেতে উঠে প্রাণের উচ্ছাসে হারিয়ে যায় সেই ২০০১ সালের খুনসুটিতে।

স্বাগত বক্তব্যে এডমিন ইঞ্জি: কাজী সাইফুল গ্রুপের ইতিহাস, কিছু কার্যক্রম ও গ্রুপের ভবিষ্যৎ পরিকল্পনায়  সকল বন্ধুদের বন্ধুত্বের বন্ধনে একসাথে থাকার আহ্বান জানান। তারপর সকল উপজেলার বন্ধুদের পরিচয় পর্ব ও কয়েকজন বন্ধু শুভেচ্ছা বক্তব্য রাখেন। তারপর বন্ধুদের সম্মাননা ক্রেস্ট ও বাংলায় বলি বাংলায় গাই প্রতিযোগিতায় ছোট্ট সোনামণিদের পুরস্কার প্রদান করা হয়। এই সময় কলেজের অধ্যক্ষ সবার উদ্দেশ্যে পরামর্শমূলক বক্তব্য দেন এবং তিনি বলেন ময়নামতি কলেজে এ যাবতের সেরা অনুষ্ঠান ছিল  এই মিলনমেলা ।

তারপর দুপুরের খাবার পর্বের পর দাউদকান্দির বন্ধু বাবুর সৌজন্যে আচার বিতরণ করা হয় বন্ধুদের মাঝে। তাছাড়া ভারেল্লার বিখ্যাত হাজির মিষ্টি, ইঞ্জি: বদিউল এর সৌজন্যে আইস্ক্রিম ও ইঞ্জি: মাজহারুলের সৌজন্যে সকল বন্ধুদের দধি খাওয়ানো হয়।

এরপর বন্ধুদের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।  গ্রুপের বন্ধু দেওয়ান মান্নান, শিমুল, মোশারফ, বিশ্বজিৎ, সুইটি গান পরিবেশন করেন এবং দাউদকান্দির বান্ধবী হাসিনা আক্তার এর মেয়ে নাচ দিয়ে প্রোগ্রাম মাতিয়ে রাখে। এই সময় বন্ধুদের লেখা বইমেলায় প্রকাশিত বন্ধুত্বের আয়না বইটির মোড়ক উন্মোচন ও বই বিতরণ করা হয়।

 

পুরো অনুষ্ঠানটি উপস্থাপনার দায়িত্বে ছিলেন প্রফেসর বন্ধু আব্দুল হালিম ও মাস্টার মোশারফ। পুরো প্রোগ্রামটি সফলভাবে পরিচালনার দায়িত্বে ছিল গ্রুপের এডমিন বন্ধু ওমর ফারুক ,ইঞ্জি:মেহেদী, শেখ মেহেদী, কাজী সাইফুলসহ ,নুরুল, ম্যাক আইটি, ইব্রাহিম, কিবরিয়া, খোরশেদ, মতিউর, মান্নান মনি, ফরহাদ, খোরশেদ, আর্ট মহিউদ্দিন, ডা: নাজমুল, ডা: হেলালসহ সকল উপজেলার উপস্থিত বন্ধুরা।  র‌্যাফেল ড্র-তে প্রথম পুরস্কার পেয়েছেন বন্ধু মোশারফ মাস্টার ।

প্রোগ্রামটি সুন্দর ও সফলভাবে পরিচালনায় বন্ধুদের সুন্দর একটি দিন উপহার দেয়ার জন্য গ্রুপের প্যানেলের পক্ষ থেকে আয়োজক বন্ধুদের ও উপস্থিত সকল বন্ধুদের শুভেচ্ছা ,ভালোবাসা ও কৃতজ্ঞতা জানানো হয় ।

ইউনিটি অফ কুমিল্লা এসএসসি ২০০১ ব্যাচের মহা মিলনমেলা অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার:
“শেকড়ের টানে পাশে আনে ’’ এই স্লোগানকে ধারণ করে ইউনিটি অফ কুমিল্লা এসএসসি ২০০১ এর বন্ধুদের উদ্যোগে শুক্রবার সারাদিনব্যাপী চান্দিনার মাধাইয়া বাজার এলাকার ছাদিম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে মহা মিলনমেলা অনুষ্ঠিত হয়।

শরতের কাশফুলের শুভেচ্ছা বিনিময়ের মধ্যে দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে প্রথমে পবিত্র কোরআন তিলাওয়াত করেন গ্রুপের বন্ধু মোঃ আমিনুল ইসলাম এর ছেলে মোঃ আবরার হাসিব শরীফ। তারপর গীতা পাঠ করেন গ্রুপের অপর বন্ধু চন্দ্র শেখর দেবনাথ এর মেয়ে সেজুতী শেখর দেবনাথ।

মাধাইয়ার বন্ধুদের আয়োজনে অনুষ্ঠিত হওয়া অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন মোঃ জাকির হোসেন মিতা। পরে উদ্বোধনী বক্তব্য রাখেন গ্রুপের এডমিন প্যানেলের সদস্য এডভোকেট ফরহাদ, কাজী সাইফুল, কাউসার হায়দার,শেখ মেহেদী হাসান, আল কবির।

গ্রুপের অন্যতম সদস্য মামুন,হাবিবা ও উজ্জ্বল চন্দ্র পাল এর যৌথ উপস্থাপনায় অনুষ্ঠান সূচী মোতাবেক বন্ধুদের পরিচয় পর্বের শুরুতে আদর্শ সদর উপজেলার বন্ধুদের পর যথাক্রমে চান্দিনা, সদর দক্ষিণ, বরুড়া, লাকসাম, নাঙ্গলকোট, চৌদ্দগ্রাম, বুড়িচং, দেবিদ্বার, ব্রাক্ষণপাড়া, মুরাদনগর, দাউদকান্দি, হোমনা, মেঘনা, তিতাস এবং মনোহরগঞ্জের বন্ধুরা অংশগ্রহণ করেন।

তারপর বাচ্চাদের দিয়ে কেক কেটে সবার মাঝে কেক বিতরণ  করা হয়। তাছাড়া ভারেল্লা বন্ধুদের আয়োজনে বিখ্যাত ভারেল্লা মিষ্টি দিয়ে সবাইকে মিষ্টি মুখ করানো হয়।

এদিকে গত ১৭ই সেপ্টেম্বর রাতে গ্রুপের বন্ধু বান্ধবীদের ছোট্ট ছেলে মেয়ে সোনামণিদের অংশগ্রহণে “সোনামণিদের প্রতিভা” অনুষ্ঠানে অংশগ্রহনকারী সকল সোনামণিদেরকে পুরস্কৃত করা হয়। এতে কোরআন তিলাওয়াত, গজল,কবিতা আবৃতি, গান, নাচ এসব ক্যাটাগরিতে রাফসান আহমেদ, নূরে সানজিদা হক সাবা, পারিসা বিনতে আকরাম, তাসফিয়া সুলতানা তাইফা, রুফাইদা নাহরিন আরিয়া, নাফিসা সুলতানা নিপা, কানিজ ফাতেমা, ফারজানা জুথি, শেখ তাহিয়া এবং সামিয়া ইসলাম পুরস্কার গ্রহণ করে।

এরপর গ্রুপে শিক্ষামূলক, নীতিকথা, স্বাস্থ্য সচেতনতা, ধর্মীয় বাণী, হাস্য রসাত্মকসহ নানা রকম পোষ্ট করে গ্রুপকে প্রাণবন্ত রাখার জন্য  আল কবির, মোঃ ফরহাদ উদ্দিন, মোশাররফ রাসেল, মোঃ শাহ আলম, টুটুল মজুমদার, খান মাহি, চন্দ্র শেখর, কৃশ দেব, নির্মল সরকার, হাবিবা লিপি, এয়ার আহমদ এবং সুমন সরকারকে পুরস্কৃত করা হয়। একইসাথে গ্রুপে বিশেষ অবদানের জন্য সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় বন্ধু মামুন আব্দুল্লাহ, উম্মে সালমা, মনি আক্তার, কাউছার হামিদ ও ডাঃ ফরহাদ হোসেনকে।

তারপর মুরাদনগরের বন্ধু নজরুলের প্রতিষ্ঠান ময়না নুর টেক্সটাইল এর সৌজন্যে মুরাদনগরের অংশগ্রহণকারি বন্ধুদের ও গ্রুপের বন্ধু  ওমর ফারুক, শেখ মেহেদী, কাজী সাইফুল, কাউসার হায়দার, আবু হানিফ,কাউসার হামিদ,সাখাওয়াত সাক্কুকে ক্রেস্ট প্রদান করা হয়।

এছাড়াও ইউনিটি অফ কুমিল্লা গ্রুপের পক্ষ হতে মাধাইয়া বাজার ছাদিম উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক  আনোয়ার হোসেনকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠান সূচী অনুযায়ী গ্রুপের বন্ধুদের অংশগ্রহণে সাতার প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে প্রথম স্থান অধিকার করেন দেবিদ্বারের বন্ধু মহিউদ্দিন সুকু । মাধাইয়ার আকতার হোসেন ও মুরাদনগরের খান মাহি দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে পুরস্কার গ্রহণ করেন।

অপরদিকে মেয়ে বান্ধবিদের অংশগ্রহণে চেয়ার খেলায় হোমনার বান্ধবী সালমা সুমা প্রথম এবং চান্দিনার মাকসুদা সুলতানা ও বুড়িচং এর রীমা মিত্র দ্বিতীয় ও তৃতীয় হয়ে পুরস্কৃত হন।

অনুষ্ঠানের এক পর্যায়ে গ্রুপের অন্যতম সক্রিয় এডমিন জাপান প্রবাসী বন্ধু ওমর ফারুক লাইভে যুক্ত হয়ে অনুষ্ঠান উপভোগ করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান স্বাপেক্ষে সকল বন্ধুদের স্বশরীরে উপস্থিত হয়ে প্রোগ্রামটি সফল করার জন্য ধন্যবাদান্তে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিকেলে কুমিল্লার জনপ্রিয় ব্যান্ড দল ফারুক এন্ড ফ্রেন্ডস এর পরিচালনায় এক জমকালো কনসার্ট অনুষ্ঠিত হয় ।  যেখানে ব্যান্ড দলের শিল্পী ওমর ফারুক, বৃন্দা,ইসরাত জাহান স্মৃতিসহ ইউনিটি গ্রুপের বন্ধুদের মধ্যে সালমা সুমা, দেলোয়ার শিমুল, নুরুল ইসলাম, বিশ্বজিৎ ভৌমিক, কাউছার হামিদ ও মোশাররফ মাস্টার গান পরিবেশন করেন।

এছাড়া বন্ধুদের প্রয়াত পিতামাতার রুহের মাগফিরাত কামনা করে ১ মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়।

অনুষ্ঠানের শেষাংশে অংশগ্রহণকারী বন্ধুদের পক্ষ হতে আয়োজককারী মাধাইয়ার সকল বন্ধুদেরকে  একটি প্রানবন্ত অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে বন্ধুত্বের বন্ধনকে আরো সুদৃঢ় করার জন্য আন্তরিক ধন্যবাদ জানানোর মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।