সাত কলেজের শিক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন
আট বছর আগে বিবেচনাহীনভাবে সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার কারণে যে সমস্যার সৃষ্টি হয়েছিল, তার সমাধানে সাত কলেজের জন্য নতুন একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে এক গণমাধ্যমে টেলিফোনে আলাপকালে তিনি সাত কলেজের শিক্ষার্থীদের এই সুখবর দেন।
অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, “নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা একটি জটিল প্রক্রিয়া। এটি কয়েক দিনের কাজ নয়। এর কাঠামো, মডেলসহ বিভিন্ন দিক নিয়ে কাজ করতে হবে। কারণ একটি বিশ্ববিদ্যালয় দীর্ঘমেয়াদে বহু শিক্ষার্থীর স্বার্থের সাথে জড়িত। তাই তড়িঘড়ি কোনো অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত নেওয়া যাবে না। যথাযথভাবে ভেবে-চিন্তে পদক্ষেপ নিতে হবে।”
তিনি আরও জানান, “একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য প্রথমে সংবিধি তৈরি করতে হয়। শিক্ষক নিয়োগ, আইনগত দিক, আর্থিক কাঠামো, এবং সনদ অনুমোদনের মতো বিষয়গুলো গুরুত্বপূর্ণ। সনদ রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে অনুমোদিত হওয়ার পরেই একটি বিশ্ববিদ্যালয় বৈধভাবে কার্যক্রম শুরু করতে পারে।”
অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ স্পষ্ট করে বলেন, “সনদ পাওয়ার আগে কোনো বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি করানো সম্পূর্ণ বেআইনি।”
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজ কর্তৃপক্ষ আগামী সেশন থেকে আলাদাভাবে শিক্ষার্থী ভর্তির পরিকল্পনা করছে। এই প্রক্রিয়ায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মতামত নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান শিক্ষা উপদেষ্টা।
২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তির বিষয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনার ভিত্তিতে নীতি নির্ধারণ করা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।