Tag Archives: কটূক্তি

গণপিটুনির শিকার

মহানবীকে নিয়ে কটূক্তি: গণপিটুনির শিকার সেই কলেজছাত্র এখনও জীবিত

উৎসব মণ্ডল

ডেস্ক রিপোর্টঃ

খুলনায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে উৎসব মণ্ডল (১৮) নামে এক কলেজছাত্রকে উত্তেজিত জনতা গণপিটুনি দিয়েছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে তাকে আশঙ্কাজনক অবস্থায় সেনাবাহিনীর হেফাজতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয়রা জানান, উৎসব মণ্ডল সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবীকে নিয়ে কটূক্তি করে পোস্ট দেয়। রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা জানাজানি হলে কয়েকজন শিক্ষার্থী তাকে ধরে সোনাডাঙ্গায় ডেপুটি পুলিশ কমিশনারের (দক্ষিণ) কার্যালয়ে নিয়ে যায়। এরপর বিষয়টি জানাজানি হলে শত শত লোক সেখানে জড়ো হয়ে বিক্ষোভ করতে শুরু করে এবং তাকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও নৌবাহিনী সদস্যরা সেখানে উপস্থিত হন এবং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

তবে রাত পৌনে ১২টার দিকে উত্তেজিত জনতা পুলিশের নিরাপত্তা বেষ্টনী ভেদ করে কার্যালয়ের তিনতলায় প্রবেশ করে এবং উৎসব মণ্ডলকে গণপিটুনি দেয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম জানান, উৎসব মণ্ডলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলেও উত্তেজিত জনতাকে শান্ত করা সম্ভব হয়নি। এক পর্যায়ে তারা আইনশৃঙ্খলা বাহিনীর বাধা পেরিয়ে তাকে মারধর করে।

চবিতে সরকার বিরোধী পোস্ট দেওয়ায় শিক্ষার্থীকে ছাত্রলীগের মারধর

 

ডেস্ক রিপোর্টঃ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীকে ফেসবুকে সরকার বিরোধী পোস্ট দেওয়ার অভিযোগে শিবির সন্দেহে মারধর করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মীরা। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের সামনে এই ঘটনা ঘটে। পরে তাকে প্রক্টরিয়াল বডির সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

মারধরের শিকার ওই শিক্ষার্থীর নাম তামজীদ উদ্দিন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র।

মারধরের বিষয়টি স্বীকার করে শাখা ছাত্রলীগের বিজয় গ্রুপের কর্মী সাহিল কবির বলেন, ‘ওই ছেলে শিবিরের সক্রিয় কর্মী এবং নুরুদের সাথে রাজনীতি করে। সে বিভিন্ন সময় সরকার, ছাত্রলীগ, প্রধানমন্ত্রী ও আমাদের নেতাদের নিয়ে ফেসবুকে কটূক্তি করে। আমরা তাকে এক বছর ধরে বারবার এ ধরনের কটূক্তি না করতে নিষেধ করি। এরপরও সে তার কটূক্তি অব্যাহত রাখে। তাই আজ আমরা হালকা চড় থাপ্পড় দিয়ে প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করি।’

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হাসান মুহাম্মদ রোমান শুভ বলেন, ‘কয়েকজন ছাত্রলীগ কর্মী এক ছাত্রকে আমাদের কাছে নিয়ে এসেছিল। সে ফেসবুকে পদ্মাসেতু, সরকার বিরোধী বিভিন্ন পোস্ট দিত বলে ছাত্রলীগ কর্মীরা অভিযোগ করেছে। বিষয়টি সে স্বীকার করে পুলিশের কাছে একটি অঙ্গীকারনামা দিয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।’
সূত্র-আজকের পত্রিকা