Tag Archives: কুমিল্লার চান্দিনায় ২৮৮ ক্যান বিয়ারসহ মাদক ব্যবসায়ী আটক

কুমিল্লার চান্দিনায় ২৮৮ ক্যান বিয়ারসহ মাদক ব্যবসায়ী আটক

 

শরীফুল ইসলাম, চান্দিনাঃ

কুমিল্লার চান্দিনায় ২৮৮ টি বিয়ার ক্যানসহ মো. মোক্তার হোসেন (২৯) নামের একজন মাদক ব্যবসায়ীকে আটক করে চান্দিনা থানা পুলিশ।

শনিবার (৫ ডিসেম্বর) গভীর রাতে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছের নেতৃত্বে অভিযান চালিয়ে কুটুম্বপুর-কালিয়ারচর আঞ্চলিক সড়ক থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মো. মোক্তার হোসেন বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার পূর্ব উদয়নকাটি গ্রামের মৃত আবদুল হাকিম মোল্লার ছেলে।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, শনিবার গভীর রাতে কুটুম্বপুর-কালিয়ারচর সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার পার্শ্ববর্তী দোকানে আছড়ে পরে এমন খবর পেয়ে এস.আই মো. গিয়াস উদ্দিনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে ড্রাইভারকে উদ্ধার করি। এসময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাইভেটকারের পিছনে ২৮৮ বোতল বিয়ার ক্যান এর কথা স্বীকার করে ড্রাইভার মো. মোক্তার হোসেন। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে আটক করে থানায় নিয়ে আসি। এ ঘটনায় চান্দিনা থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।