Tag Archives: ব্যাপক ক্ষয়ক্ষতি

নাঙ্গলকোটে বিদুৎ সর্ট সার্কিট থেকে বসত ঘরে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

 

নাঙ্গলকোট প্রতিনিধিঃ

কুমিল্লার নাঙ্গলকোট বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার (১১ জুলাই) ভোরে উপজেলার ঢালুয়া ইউপির সারফাতলী গ্রামের আব্দুল মোতালেব তালুকদারের বসত ঘরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে আনুমানিক ১৫ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ পরিবার।

পরিবার সূত্রে জানা যায়, সারফাতলী গ্রামের মৃত. ফজলুল করিমের ছেলে আব্দুল মোতালেব তালুকদার মঙ্গলবার ফজরের নামাজের আযান শেষ করে দাঁড়ালে তার স্ত্রী এসে খবর দিলেন তাদের বসত ঘরে আগুন লাগছে। দ্রুত দেখেন গিয়ে সেমি পাঁকা বসত ঘরে ধাও ধাও করে আগুন জ্বলছে। চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন এসে পানি দিয়ে আগুন নিভানোর চেষ্টা করে। মুহুর্তের মধ্যে পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়।

এ বিষয়ে ক্ষতিগ্রস্থ আব্দুল মোতালেব তালুকদার বলেন, স্ত্রীর খবর শুনে দ্রুত গিয়ে দেখি বসতঘরে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের লোকজনকে ফোন করি। তার আসার আগে পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়। ঘরে থাকা দলিলপত্র, স্বর্ণ ও আসবাবপত্র পুড়ে যায়। কিছুই বাহির করতে পারিনি। সব শেষ হয়ে গেছে। এতে আনুমানিক ১৫ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে তিনি জানান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

এ ব্যাপারে লাকসাম উপজেলার ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার কর্মী এমরান হোসেন বলেন, নাঙ্গলকোট উপজেলা ঢালুয়া ইউপির সারফাতলী গ্রামে একটি অগ্নিকান্ডের ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট নাঙ্গলকোট পৌর বাজার পর্যন্ত গিয়ে পৌছালে ক্ষতিগ্রস্থ পরিবার ফোন করে জানায় আগুন নিভে গেছে। পরে তারা চলে আসে।

চৌদ্দগ্রামে অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই, ব্যাপক ক্ষয়ক্ষতি

ষ্টাফ রিপোর্টার:
কুমিল্লার চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে বসতঘরসহ বেশ কয়েকটি ঘর, ঘরের আসবাবপত্র, ৪ ভরি স্বর্ণ পুড়ে ছাইয়ে পরিণত হয়েছে। ক্ষতিগ্রস্থ ঘরের মালিক শাহজাহান এবং স্থানীয়রা জানিয়েছে, অগ্নিকান্ডে অন্তত ১৮-২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

রবিবার ভোররাত আনুমানিক সোয়া ১২ টার সময় উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ফেলনা গ্রামের প্রবাসী শাহআলম, শাহজালাল ও শাহজাহানের ঘরে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।

চৌদ্দগ্রাম উপজেলা ফায়ার সার্ভিসের ষ্টেশন মাষ্টার মাজেদুল ইসলাম জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। রান্নাঘরের লাকড়ির চুলা থেকে এ অগ্নিকান্ডের সুত্রপাত হয় বলে ধারনা করেন তিনি।

ক্ষতিগ্রস্থ ঘরগুলোর মালিক শাহজাহান জানান, অগ্নিকান্ডে ঘরগুলোতে থাকা ২টি ফ্রিজ, টিভি, আলমিরা, ৩ভরি স্বর্ণসহ প্রয়োজনীয় সকল ফার্ণিসার পুড়ে ছাই হয়ে যায়। আগুনের তীব্রতায় কিছুই বের করার সুযোগ পাইনাই। ঘরগুলোও পুড়ে যাওয়ায় বর্তমানে আমরা ৩টি পরিবার খোলা আকাশের নিচে বসবাস করছি।