ডেস্ক রিপোর্টঃ
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মোহাম্মদ শরীফ (১২) নামে এক চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের ডোমরাকান্দী গ্রামের রাস্তার পাশে ধানক্ষেত থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত শরীফ তেজখালী ইউনিয়নের আকানগর গ্রামের বিলপাড়ের এরশাদ মিয়ার ছেলে।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, বেলা সাড়ে ১১টায় রাস্তার পাশে ধানক্ষেতে শরীফের মরদেহ দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী। তার বাম হাতের কব্জি শরীর থেকে বিচ্ছিন্ন ও মাথার পেছনে ছুরির আঘাত এবং শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা যায়।
নিহতের মা রোকেয়া বেগম ও বাবা আলাউদ্দিন জানান, অটোরিকশা ভাড়ায় চালাতো শরীফ। গতকাল অটো নিয়ে বের হয়ে রাতে আর বাড়ি ফেরেনি সে। পরে মঙ্গলবার সকালে তার মরদেহ পাওয়ার খবর শোনেন তারা।
বাঞ্ছারামপুর থানার ওসি রাজু আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ অটোরিকশা উদ্ধার ও ঘটনায় জড়িতদের গ্রেফতারে তৎপর রয়েছে।