Tag Archives: ভারতীয় শাড়ি

কুমিল্লার বুড়িচংয়ে ভারতীয় শাড়ি পাচারকালে আটক ৭ জন

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বুড়িচং উপজেলায় শুল্ক-কর ফাঁকি দিয়ে ভারতীয় শাড়ি পাচারকালে হাতেনাতে ৭ জন চোরাকারবারীকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২।

শুক্রবার (২৭ নভেম্বর) ভোরে ব্যাটারী চালিত অটোরিক্সায় করে ভারতীয় শাড়ি পাচার করার সময় উপজেলার ছয়গ্রাম বাজার থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১ হাজার ২০৫ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়।চোরাচালানের কাজে ব্যবহৃত দুইটি ব্যাটারী চালিত অটোরিক্সাও জব্দ করা হয়।

আটককৃতরা হলেন কুমিল্লার বুড়িচং উপজেলার জগতপুর গ্রামের মোঃ আজাদ মিয়ার ছেলে মোঃ সাকিল (২২), লরীবাগ গ্রামের মোঃ ওয়াসেদ মিয়ার ছেলে পারভেজ আলম (২৬), একই গ্রামের মোঃ সহিদ মিয়ার ছেলে মোঃ খলিল মিয়া (২৮), ব্রাহ্মণপাড়া উপজেলার রহমতপুর (টাকই) গ্রামের আব্দুল জলিলের ছেলে মোঃ মিরাজ (১৯)।

এছাড়াও সুনামগঞ্জ জেলার দুয়ারা বাজার উপজেলার দক্ষিণ কলাহুরা গ্রামের শাহজাহানের ছেলে মোঃ বিল্লাল হোসেন (১৯) এবং নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার ছালিপুরা গ্রামের মোঃ রোজআলী মিয়ার ছেলে মোঃ সেলিম মিয়া (১৯)।

এ বিষয়ে আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার বুড়িচং থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব।