বাবা সিদ্দিকী হত্যার পর হাসপাতালে বলিউড তারকাদের ভিড়
ভারতের সাবেক প্রতিমন্ত্রী ও এনসিপি নেতা বাবা সিদ্দিকী আততায়ীদের গুলিতে নিহত হয়েছেন। গতকাল শনিবার (১২ অক্টোবর) রাতে মুম্বাইয়ের খের নগরে নিজের ছেলের অফিসের সামনে তাকে গুলি করে হত্যা করা হয়। ঘটনার সময় তিনজন দুষ্কৃতকারী তার ওপর গুলি চালায়। রাত সাড়ে ৯টার দিকে আহত অবস্থায় লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
হত্যার খবর পাওয়ার পর বলিউড তারকা সালমান খান, সঞ্জয় দত্ত, শিল্পা শেঠি ও জাহির ইকবালসহ আরও কয়েকজন তারকা গভীর রাতে লীলাবতী হাসপাতালে ছুটে যান।
মুম্বাই পুলিশ দ্রুত তদন্ত শুরু করেছে এবং ধারণা করছে, লরেন্স বিষ্ণোই গ্যাং এ ঘটনায় জড়িত থাকতে পারে। উল্লেখ্য, বাবা সিদ্দিকী বলিউড অভিনেতা সালমান খানের খুব কাছের বন্ধু ছিলেন এবং সালমানের নিরাপত্তা নিয়ে সবসময় চিন্তিত থাকতেন। সালমান এর আগেও বিষ্ণোই গ্যাংয়ের কাছ থেকে একাধিকবার হুমকি পেয়েছিলেন, তখনও সিদ্দিকী তার পাশে ছিলেন। সালমানের বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে এর আগে গুলি চালানোর ঘটনাতেও লরেন্স বিষ্ণোই গ্যাং জড়িত ছিল বলে ধারণা করা হয়।
সালমান খান, যিনি সিদ্দিকীর সাথে গভীর সম্পর্ক শেয়ার করতেন, হত্যাকাণ্ডের পর হাসপাতালে গিয়ে শোকাহত ছিলেন। শিল্পা শেঠি, যিনি কান্না চেপে রাখতে পারছিলেন না, স্বামী রাজ কুন্দ্রার সাথে সেখানে উপস্থিত ছিলেন।
এই নির্মম হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে অভিনেতা রীতেশ দেশমুখ বলেন, “এই জঘন্য অপরাধের অপরাধীদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।”
বাবা সিদ্দিকী, যিনি বান্দ্রা পশ্চিমের তিনবারের বিধায়ক ছিলেন, কংগ্রেস ছেড়ে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে অজিত পাওয়ারের এনসিপিতে যোগ দিয়েছিলেন। পুলিশ জানিয়েছে, দুই সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে, তবে তৃতীয়জন এখনও পলাতক।