Tag Archives: মাদকের টাকা

মাদকের টাকার জন্য ঝগড়া

মাদকের টাকার জন্য ঝগড়া, বাবার আঘাতে ছেলের মৃত্যু

মাদকের টাকার জন্য ঝগড়া, বাবার আঘাতে ছেলের মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মর্মান্তিক এক ঘটনায় এনায়েতুল (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। অভিযোগ রয়েছে, তাকে খুন করেছেন তার বাবা।

ঘটনাটি ঘটেছে রোববার (১ সেপ্টেম্বর) গভীর রাতে, বিষ্ণুপুর ইউনিয়নের মহেশপুর গ্রামে। ঘটনার পরপরই পুলিশ নিহতের বাবা, জয়নাল আবেদীন (৫৫), কে আটক করেছে।

স্থানীয় ইউপি সদস্য ইসহাক মোল্লা জানিয়েছেন, এনায়েত মাদকাসক্ত ছিলেন। মাদকের টাকা জোগাড় করতে পরিবারে চাপ সৃষ্টি করতেন এবং টাকার জন্য চুরি করতেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তার বাবা তাকে বিদেশ পাঠান, কিন্তু বিদেশে গিয়েও এনায়েত থামেননি। দেশে ফিরে আবারও নেশার টাকার জন্য ঝগড়া শুরু করেন।

ইউপি সদস্য আরও জানান, এ নিয়ে পরিবারে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল। রোববার রাতে নেশার টাকার জন্য এনায়েত তার বাবার সঙ্গে ঝগড়ায় জড়ান। ঝগড়ার এক পর্যায়ে জয়নাল রড দিয়ে ছেলের মাথায় আঘাত করেন, যা এনায়েতকে গুরুতর আহত করে। দ্রুত তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, ঘটনার পর জয়নালকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য এনায়েতের মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।