আর্জেন্টিনা-প্যারাগুয়ে ম্যাচে আর্জন্টিনা ও মেসির জার্সি পরা ‘নিষিদ্ধ’
আর্জেন্টিনা ফুটবল দল নভেম্বরে ফিফা উইন্ডোতে দুটি বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে। এর প্রথম ম্যাচে, ১৫ নভেম্বর তারা প্যারাগুয়ের মুখোমুখি হবে। এই ম্যাচটি দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বের অন্তর্ভুক্ত। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলকে আতিথ্য দেবে প্যারাগুয়ে, আর বাংলাদেশ সময় অনুযায়ী ম্যাচটি শুরু হবে শুক্রবার ভোর সাড়ে পাঁচটায়। এই ম্যাচে বিশেষ নজর থাকবে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির দিকে, যার খেলা দেখার জন্য অনেক দর্শক মাঠে আসবেন।
তবে প্যারাগুয়ের ফুটবল ফেডারেশন প্যারাগুইয়ান মেসি-ভক্তদের জন্য কিছু বিশেষ নিয়ম চালু করেছে। তারা জানিয়ে দিয়েছে যে, ‘মেসি ১০’ লেখা আর্জেন্টিনার জার্সি পরে কোনো দর্শক মাঠে প্রবেশ করতে পারবেন না। প্যারাগুয়ের ফুটবল ফেডারেশনের লাইসেন্সিং ম্যানেজার ফার্নান্দো ভিলাসবোয়া বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘আমরা স্থানীয়ভাবে সতর্কবার্তা দিয়েছি। গ্যালারির স্বাগতিক সমর্থকদের জন্য প্যারাগুয়ে বা নিরপেক্ষ জার্সি ছাড়া প্রবেশ নিষিদ্ধ থাকবে। যারা প্রতিপক্ষ দলের জার্সি পরে আসবেন, তারা গ্যালারিতে থাকতে পারবেন না।’
ফুটবলভিত্তিক সংবাদমাধ্যম ‘গোল ডটকম’ এই নিয়মকে ‘অ্যান্টি-লিওনেল মেসি’ ব্যবস্থা হিসেবে উল্লেখ করেছে। ভিলাসবোয়ার বক্তব্যের মাধ্যমেই এই নিয়মের পিছনে মেসির সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়া যায়, তিনি বলেছেন, ‘যেসব ক্লাবের জার্সিতে প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের নাম থাকবে, সেগুলোকেও অনুমতি দেওয়া হবে না।’
এর আগে ২০২৩ সালের মার্চে ইন্টার মায়ামির বিপক্ষে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপে ন্যাশভিলেও প্রতিপক্ষ দলের জার্সি নির্দিষ্ট কিছু অংশে নিষিদ্ধ করেছিল।