ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ছুরিকাঘাতে যুবককে হত্যা
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্বাধীন মিয়া নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত স্বাধীন মিয়া উপজেলার উত্তর ইউনিয়নের আজমপুর গ্রামের বাসিন্দা ফজল মিয়ার ছেলে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায়।
স্বাধীনের মা জরিনা বেগম জানান, সন্ধ্যা ৭টার দিকে আজমপুর নার্সারির সামনে স্বপন চৌধুরী স্বাধীনকে মারধর করে এবং ছুরিকাঘাত করে। গুরুতর আহত স্বাধীনকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজমপুর রেলওয়ে কলোনি মসজিদের সামনে স্বপন চৌধুরী ও স্বাধীন বাগবিতণ্ডায় জড়ালে স্থানীয়রা তাদের সেখান থেকে সরিয়ে দেন। কিছুক্ষণ পর স্বপন চৌধুরীর সঙ্গে আরও ৪-৫ জন যুবক ফিরে এসে স্বাধীনকে এলোপাতাড়ি মারধর শুরু করে। এক পর্যায়ে স্বপন স্বাধীনকে ছুরিকাঘাত করে। ঘটনার পর সবাই পালিয়ে যায়।
আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফয়জুন্নেছা আমিন বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গুরুতর অবস্থায় স্বাধীনকে হাসপাতালে আনা হয়। তার পেটে ছুরিকাঘাতের গভীর ক্ষত ছিল, যা তার মৃত্যুর কারণ।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসিম জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।