Tag Archives: শেখ হাসিনা

শেখ হাসিনার সঙ্গে অরাজকতা সৃষ্টির পরিকল্পনা করার অভিযোগে কুমিল্লায় এড. সেলিমসহ ৮ জন গ্রেফতার

 

স্টাফ রিপোর্টার:

শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অরাজকতা সৃষ্টির পরিকল্পনা করার অভিযোগে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি জহিরুল ইসলাম সেলিমসহ ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাতে নগরীর দক্ষিণ চর্থা এলাকার নিজ বাড়ি থেকে অ্যাডভোকেট জহিরুল হক সেলিমকে গ্রেফতার করা হয়। তিনি জেলা জজ আদালতের সাবেক রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি)।

গ্রেপ্তার হওয়া বাকি ৭ জন হলেন সুবর্ণপুরের মৃত. রফিকুল ইসলামের ছেলে মুমিনুল ইসলাম, দুলালপুর গ্রামের মনিরুল হকের ছেলে বায়োজিদ সরকার, সুরুজ মিয়ার ছেলে আবু সালাম, মৃত. কামরুজ্জামানের ছেলে একে এম নাছিরুজ্জামান, মৃত. আলি আকবরের ছেলে শাহজাহান, সফিকুল সিকদারের ছেলে ফাহিম, শাসন গাছা এলাকার মমতাজ মিয়ার ছেলে কামাল হোসেন। তারা সবাই আদর্শ সদর উপজেলার বাসিন্দা।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (৭ মে) অনলাইনে যুক্ত হয়ে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার সঙ্গে বৈঠক করেন। এতে কুমিল্লা সদরের সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারসহ কয়েকজন নেতা অংশ নেন। সেখানে কুমিল্লাজুড়ে অরাজকতা সৃষ্টির পরিকল্পনা করা হয় বলে অভিযোগ উঠেছে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে জহিরুল ইসলাম সেলিমকে গ্রেফতার করা হয়েছে।

কুমিল্লা কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আ’লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপি নেতা শিশিরের নেতৃত্বে কুমিল্লায় বিক্ষোভ মিছিল

 

স্টাফ  রিপোর্টার:

গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে কুমিল্লার লালমাইয়ে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শুক্রবার (২৮ মার্চ) বিকেলে লালমাই উপজেলার বাগমারা বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির।

বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন এনসিপির নেতা জয়নাল আবেদীন শিশির। তিনি বলেন, “আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে গণতন্ত্র হরণ করে দেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। ২০০৯ সাল থেকে ক্ষমতা কুক্ষিগত করে বিরোধী মত দমন, গুম-খুনের রাজনীতি ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চালিয়ে তারা দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা করেছিল।”

তিনি আরও বলেন, “গণহত্যার জন্য আওয়ামী লীগের বিচার করতেই হবে । তারা জনগণের ওপর যে দমন-পীড়ন চালিয়েছে, তার বিচার না হলে এ দেশে গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব নয়। তাই আমরা আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং দলটির রাজনৈতিক ও সাংগঠনিক কার্যকর নিষিদ্ধের দাবি জানাচ্ছি।”

এনসিপি নেতা শিশির আগামী দিনে আরও বড় আন্দোলনের ঘোষণা দেন। তিনি বলেন, “আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে গণআন্দোলন গড়ে তুলব। একইসঙ্গে, নতুন সংবিধান প্রণয়ন, সেকেন্ড রিপাবলিক ঘোষণা এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণপরিষদ একই সময়ে অনুষ্ঠানের দাবি জানাচ্ছি।”

বিক্ষোভ মিছিলে হাজারো এনসিপি নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন। তারা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং আওয়ামীলীগের বিরুদ্ধে অতীতের নিপীড়ন নির্যাতনের নানা অভিযোগ তোলেন। মিছিলটি বাগমারা বাজার থেকে শুরু হয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় সদস্য: হাফসা জাহান, এনসিপি নেতা ফজলে এলাহি রুবেল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগর কমিটির আহবায়ক আবু রায়হান,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগর কমিটির সদস্য সচিব মুহাম্মদ রাশেদুল হাসান, মোস্তফা জিহান, ইয়াছিন আরাফাত, হুমায়ুন কবির, আবুল কাসেম, নোমান আহমেদ, কবির হোসেন, জান্নাতুল ফেরদৌস, ইম্পা ফারহা জান্নাতুল জান্নাত , লুৎফল হাসান রুমি, এসবি জুয়েল, জিসান, মোহাম্মদ মুমিন হোসেন, ইঞ্জিনিয়ার রাসেল সিদ্দিকী প্রমুখ।

বক্তব্যে এনসিপি নেতা আবু রায়হান জানান, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তাদের আন্দোলন চলবে। তারা বলেন, “দেশে সুষ্ঠু গণতন্ত্র ফেরাতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। দলটি বারবার নির্বাচনী কারচুপি করেছে, ভিন্নমত দমন করেছে এবং রাজনৈতিক প্রতিপক্ষের ওপর নির্যাতন চালিয়েছে।”

এনসিপি নেতা মুহাম্মাদ রাশেদুল হাসান বলেন, তারা ভবিষ্যতে বড় পরিসরে কর্মসূচি গ্রহণ করবেন এবং দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টি করবেন।

বিক্ষোভ শেষে এনসিপি নেতারা এক ইফতার মাহফিলের আয়োজন করেন, যেখানে আন্দোলনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

শেখ হাসিনা ডিজিটাল সিকিউরিটি

শেখ হাসিনা ডিজিটাল সিকিউরিটি আইন পাশ করে সংবিধান বদলে দিয়েছে : চৌদ্দগ্রামে ফরহাদ মজহার

 

স্টাফ রিপোর্টার: 

প্রখ্যাত কবি, গবেষক ও দার্শনিক ফরহাদ মজহার বলেন জনগণই সকল ক্ষমতার অধিকারী, জনগণ সম্মতি ছাড়া কেউ শাসক হিসেবে দাবী করতে পারে না এবং জণগণের অনুমতি ছাড়া কোন আইন পাশ হতে পারে না। এটাকেই বলে জনগণের স্বার্বভৌমত্ব। জনগণ যদি নিজের মধ্যে আলোচনা করে একটা সিন্ধান্তে আসতে পারে, আমাদের সকলের জন্য এটা একটা কল্যাণকর হবে। শেখ হাছিনা ডিজিটাল সিকিউরিটি আইন পাশ করেছে, সংবিধান বদলে দিয়েছে। সবকিছু বদলে দিয়ে তিনি রাষ্ট্রের নামে করেছেন। তবে তিনি রাষ্ট্রের নামে এটা করতে পারেন? উত্তর হচ্ছে না। যদি গণ সার্বভৌমত্ব থাকে তাহলে এটা তিনি করতে পারেন না। জনগণের সাথে পরামর্শ করে কাজ করতে হবে।

ড. ইউনুছ সাহেবগণ অভূত্থানের পর উনি ক্ষমতায় এসেছেন। এখন তিনি অনেকগুলো কমিশন গঠন করেছেন। এই যে কমিশনের লোকরা উপরে বসে বসে বাংলাদেশের বিভিন্ন সংস্কারের প্রস্তাবনা করতেছে। এটা কি হলো? উত্তরে হলো না।

আপনাদের(জনগণ) জিজ্ঞেস করছিল? চৌদ্দগ্রাম উপজেলার হিসেবে কি সমস্যা, কুমিল্লা জেলা হিসেবে কি সমস্যা। এনিয়ে তো জনগণের সাথে কোন আলোচনায় বসেন নাই, কোন পদ্ধতিও শুরু করেন নাই। গণ সার্বভৌমত্ব আর রাষ্ট্র সার্বভৌমত্ব আকাশ পাতাল তফাৎ।

তিনি সোমবার কুমিল্লার চৌদ্দগ্রামে ঘোলপাশা ইউনিয়নের বিলকিছ আলম পাঠাগারের উদ্যোগে আয়োজিত “গণঅভ্যুত্থান পরবতী সমাজ গঠন ও বই পড়া প্রয়োজনীয়তায় আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে এসব কথা বলেন।

কবি ও সাহিত্যিক ইমরান মাহফুজের সঞ্চালনায় কোমাল্লা ইবতেদায়ী স্বতন্ত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রধান মাওলানা মোহাম্মদ নুরুল আলম খানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন মেজর জেনারেল (অব) অধ্যাপক এইচ আর হারুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্যাহ,  জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক সাহাব উদ্দিন, বাংলাদেশ ব্যাংকার্স সোসাইটির সভাপতি আগা আজাদ চৌধুরী, কবি, গবেষক ও সাংবাদিক ড. কাজল রশীদ শাহীন, বানানের সম্পাদক মোহাম্মদ রোমেল, সম্পাদক ও শিশু সাহিত্যিক মামুন সারওয়ার, লেখক ও সাংবাদিক আবিদ আজম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর হোসেন, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী, ফেনী সিটি কলেজের প্রভাষক এয়াছিন পাটোয়ারী, কবি আমজাদ হোসেন, আবৃত্তি ছড়াকার জয়নাল আবেদীন জয়।

এসময় আরো উপস্থিত ছিলেন ধনুসাড়া ফাযিল ডিগ্রী মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা নিজাম উদ্দিন, চৌদ্দগ্রাম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নান্টু দেবনাথ প্রমুখ।

নিজেকে প্রধানমন্ত্রী উল্লেখ করে

নিজেকে প্রধানমন্ত্রী উল্লেখ করে ট্রাম্পকে অভিনন্দন জানালেন শেখ হাসিনা

নিজেকে প্রধানমন্ত্রী উল্লেখ করে ট্রাম্পকে অভিনন্দন জানালেন শেখ হাসিনা

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন। বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ সংক্রান্ত একটি বার্তা পোস্ট করা হয়। সেখানে শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে।

বার্তায় বলা হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি (প্রধানমন্ত্রী) শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড জে. ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন। তিনি উল্লেখ করেছেন যে এই বড় জয় ট্রাম্পের অসাধারণ নেতৃত্বের প্রতিফলন এবং আমেরিকার জনগণের তার প্রতি গভীর আস্থার প্রতিফলন।

শেখ হাসিনা তার প্রথম প্রেসিডেন্সির সময় ডোনাল্ড জে. ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্পের সাথে আলোচনার স্মৃতি স্মরণ করেছেন। তিনি আশা প্রকাশ করেন, ট্রাম্পের দ্বিতীয় প্রেসিডেন্সির অধীনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও দৃঢ় হবে। দুই দেশের দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক স্বার্থে কাজ করার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন তিনি।

শেখ হাসিনা নবনির্বাচিত প্রেসিডেন্ট ও তার পরিবারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখ কামনা করেন এবং যুক্তরাষ্ট্রের জনগণের জন্য স্থায়ী শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

শেখ হাসিনা ও কাদেরের পরোয়ানা

শেখ হাসিনা ও কাদেরের পরোয়ানা আইজিপির কাছে : তাজুল ইসলাম

শেখ হাসিনা ও কাদেরের পরোয়ানা আইজিপির কাছে : তাজুল ইসলাম

ডেস্ক রিপোর্ট:

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন যে, জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। পরোয়ানাগুলো ইতোমধ্যে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) কাছে পাঠানো হয়েছে। বুধবার এ তথ্য জানান তিনি।

এদিকে, ট্রাইব্যুনালের মূল ভবনে সংস্কার কাজ শেষে আগামী ৩ নভেম্বরের মধ্যে বিচার কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে।

গত ১৭ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে পৃথক মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ আরও ৪৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এ তালিকায় শেখ হাসিনার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মন্ত্রিপরিষদের সদস্য মোহাম্মদ এ আরাফাত, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, দীপু মনি, জুনায়েদ আহমেদ পলকসহ আরও অনেকে অন্তর্ভুক্ত রয়েছেন। এছাড়াও, সাবেক আইজিপি, পুলিশ ও র‌্যাবের কর্মকর্তাসহ অন্যান্য উল্লেখযোগ্য ব্যক্তিদের নামও রয়েছে।

এই আদেশ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ দেন। অন্যান্য বিচারপতিরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম পৃথক মামলায় ৪৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছিলেন, যা পরে অনুমোদিত হয়।

শেখ হাসিনাসহ সকল খুনিদের বিচার

শেখ হাসিনাসহ সকল খুনিদের বিচার বাংলাদেশের আদালতে হবে- এ.টি.এম মাসুম

শেখ হাসিনাসহ সকল খুনিদের বিচার বাংলাদেশের আদালতে হবে- এ.টি.এম মাসুম

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল এ.টি.এম মাসুম বলেছেন, যারা অন্যায় করেছে, জুলুম করেছে,শেখ হাসিনাসহ সকল খুনীদের বিচার বাংলাদেশের আদালতে হবে।আমরা আইন নিজের হাতে তুলে নিব না।যারা অন্যায় জুলুম করেছে তাদের আইনের কাছে সোর্পদ করে বিচারের আওতায় আনতে হবে।

অন্যায়ভাবে যারা আমাদের মাঝে ফাটলধরাতে আসবে তাদেরকে দাঁতভাঙ্গা জবাব দিতে হবে। স্বৈরাচারের মদদে যারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র করার চেষ্টা করবে তাদেরকে ঐক্যবদ্ধভাবে রুখতে হবে।

শুক্রবার সকাল ৮টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী পেশাজীবি বিভাগের উদ্যােগে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

কুমিল্লা মহানগরী পেশাজীবি থানা সভাপতি এড এয়াকুব আলী চৌধুরীর সভাপতিত্বে কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ,মহানগরী সেক্রেটারী অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন।

শেখ হাসিনাসহ সকল খুনিদের বিচার

প্রধান অতিথি এ টি এম মাসুম আরো বলেন, একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত মধ্যবত্তি সরকারকে সহযোগীতা করতে হবে।আমরা তাদেরকে বিভিন্ন ভাবে পরামর্শ দিয়ে সহযোগীতা করে যাবো। তার যাতে দ্রুত সময়ের মধ্য বাংলাদেশে একটি সুষ্ঠ নির্বাচন উপহার দিতে পারে। কেয়ারটেকার সরকারের অধিনে একটি অংশগ্রহন মূলক নির্বাচন দিয়ে। জনগণের সরকার প্রতিষ্ঠা করে বিদায় নিতে পারে তাদেরকে সেই সহযোগীতা করবো।আর এই জন্য ছাত্র জনতার বিজয়কে অটুক রাখতে হবে।

সামনে দুর্গাপূজা আসছে এই পূজা উপলক্ষে বাংলাদেশে গোলযোগ ইস্যু সৃষ্টি করতে চাইবে আপনাদেরকে সচেতন, সতর্ক থাকতে হবে।হিন্দু সম্প্রদায় ভাইদের সাথে যোগাযোগ রাখতে হবে।কোথাও কোন সমস্যা মনে করলে সাথে সাথে প্রশাসনের ভাইদেরকে জানাবেন।প্রশাসনকে সহযোগীতা করবেন।তাদেরকে উৎসাহিত করবেন।ষড়যন্ত্রকারীরা যাতে কোন ধরনের ষড়যন্ত্র না করতে পারে সে দিকে সজাগ থাকতে হবে। হিন্দু সম্প্রদায়ের ভাইবোনদের জান মালের নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব কর্তব্য।

তিনি জামায়াত কর্মীদের আহব্বান জানিয়ে বলেন, ব্যক্তিগতভাবে জামায়াত কর্মীদেরকে দৃঢ় ঈমানের অধিকারী হতে হবে।আল্লাহ দ্বীন কায়েমের জন্য হযরত ইব্রাহীম (আ:) মত ঈমানের উপর মজবুত থাকবে।কোন অবস্থাতে জুলুম নির্যাতনে পিচপা হবো না। বলিষ্ঠ ভাবে সামনের দিকে এগিয়ে যাবে। ইসলামের জ্ঞান
সমৃদ হতে হবে।কুরআন ও সুন্নাকে আঁকড়ে দরতে হবে।

সম্মেলনে আরো থানা সেক্রেটারী অধ্যাপক জাহাঙ্গীর আলমের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন, এন ডি এফ এর সভাপতি ডা জহির উদ্দিন মোহাম্মদ বাবর, জামায়াত নেতা আবদুর রহমান,মোশারফ হোসাইন, অধ্যাপক শাহআলম,কৃষিবিদ ড.মাসুদুল হক চৌধুরীসহ আরো অনেকে।

চৌদ্দগ্রামে ৭ জনকে পুড়িয়ে হত্যার ঘটনার পরিকল্পনা হয় সাবেক অর্থমন্ত্রীর বাসায়

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে গানপাউডার ঢেলে ৭ জনকে পুড়িয়ে হত্যার ঘটনার পরিকল্পনা হয় সাবেক অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামালের গুলশানের বাসায়। সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক ও মোস্তফা কামাল এ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন। প্রধানমন্ত্রী পরিকল্পনা বাস্তবায়নে পুলিশ, র্যা ব ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দেন। গান পাউডার সরবরাহ করেন পঙ্কজ দেবনাথ।

মঙ্গলবার কুমিল্লার আদালতে এ অভিযোগ করেন সাবেক সংসদ সদস্য ও হুইপ এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী।

মনিরুল হক চৌধুরী অভিযোগ করে জানান, বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে আওয়ামী সরকারের পরিকল্পনার অংশ হিসাবে আওয়ামী লীগের দলীয় কর্মীদের মাধ্যমে বিগত ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোররাত সোয়া ৩ টায় চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুর এলাকার ফুড প্যালেস হোটেলের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনের উপর ঢাকা থেকে কক্সবাজারগামী বাসটি (রেজি: নং- ঢাকা মেট্রো-ব-১৪-৪০৮০) পুড়িয়ে দেওয়া হয়। এতে ঘটনাস্থলে যশোর জেলার নুরুজ্জামান পাপলু, তার মেয়ে মাইশা তাছলিম (১৬), কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার মোঃ ইউসুফ (৪৬), নরসিংদি জেলার পলাশ উপজেলার মাহামুদুল হাসান শান্ত (১৩) ও আছমা আক্তার (৩৫), শরিয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার ওয়াসিম (৫৫) এবং কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার আবু তাহের (৪০) তাৎক্ষণিক মারা যায়। প্রায় ৩০ জন লোক মারাত্নক আহত হয়, তার মধ্যে অনেকে পঙ্গুত্ব অবস্থায় আছেন। পুলিশ ঘটনার প্রকৃত আসামীদের বিরুদ্ধে মামলা না করে, চৌদ্দগ্রাম থানার এসআই মোঃ নুরুজ্জামান হাওলাদার বাদী হয়ে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম, রিজভী আহাম্মেদ, সালাহ উদ্দিন আহাম্মেদ, শওকত মাহমুদ, এম কে আনোয়ারকে হুকুমের আসামী করে ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহেরসহ ৫৬ জনের নাম উল্লেখ করে চৌদ্দগ্রাম থানায় ২টি মামলা দায়ের করেন। মামলা দুইটি বদলী হয়ে বিচার আদালতে যাওয়ার পর মার্ডার মামলাটির নাম্বার হয় এসটি- ৪১৭০/১৮ ইং এবং বিস্ফোরক আইনের মামলাটি স্পেশাল ট্রাইব্যুনাল- ৮০/১৮ ইং হিসেবে নিবন্ধিত হয়। বর্তমানে দুইটি মামলা জেলা ও দায়রা জজ আদালতে চার্জ শুনানীর জন্য আছে। উক্ত দুইটি মামলার এজাহারে আমি মনিরুল হক চৌধুরীর নাম ছিল না। মামলার তদন্তকারী কর্মকর্তা চৌদ্দগ্রাম থানার এসআই ইব্রাহীম তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করেন। সেখানে আমার নাম ছিল না। জেলা গোয়েন্দা সংস্থার পুলিশ পরিদর্শক ফিরোজ হোসেন তদন্ত শেষে একটি সম্পূরক অভিযোগপত্র দাখিল করেন। উক্ত অভিযোগপত্রে মামলার তদন্তকারী কর্মকর্তা আমি মনিরুল হক চৌধুরীকে সর্বশেষ ৭৭ নং আসামী হিসেবে নাম দেন।

তিনি আরো জানান, চৌদ্দগ্রামের বাস পোড়ানোর ঘটনার পরিকল্পনা হয় সাবেক মন্ত্রী আহম মোস্তফা কামালের গুলশানের বাসায়। সেখানে উপস্থিত ছিলেন সাবেক রেলমন্ত্রী মজিবুল হক। তারা দুইজন পরিকল্পনা করে গণভবনে শেখ হাসিনার কাছে যায়। তখন তৎকালীন প্রধানমন্ত্রী এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য পুলিশ, র্যা ব এবং অন্যান্য সংস্থাকে নির্দেশ দেয়। এই কাজে সরাসরি উপস্থিত ছিল এমন একজনের ভাষ্যমতে, গান পাউডার ছিটিয়ে বাসে আগুন দেওয়া হয়। স্থানীয় আওয়ামীলীগ নেতা আশিকুর রহমান বাপ্পি বরিশালের এমপি পঙ্কজ দেব নাথের কাছ থেকে এই গান পাউডার সংগ্রহ করেন। আর এই পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয় ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদার, ইউপি চেয়ারম্যান হেলাল, ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন, কুমিল্লা জেলা দক্ষিণ যুবলীগের রুপম মজুমদার রুপু, চঞ্চল, সজল, আলম এবং রিপন। এই পরিকল্পনার বাস্তবায়নের ফল হিসেবে পরবর্তীতে লোটাস কামালকে পরিকল্পনামন্ত্রী এবং মুজিবুল হককে রেলপথমন্ত্রী হিসেবে পুরষ্কৃত করা হয়।

তিনি আরো বলেন- সরকার, পুলিশ, র‌্যাব এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার তদন্ত রিপোর্ট অনুযায়ী এটা ছিল পেট্রোল বোমা বিষ্ফোরণ এর ঘটনা। কিন্তু যারা আক্রমণ করেছিল, তাদের মধ্যে থেকে একজনের ভাষ্যমতে, গাড়িটিতে পেট্রোল বোমা বিষ্ফোরণ নয় বরং গাড়িটিকে থামিয়ে গাড়ির মধ্যে গান পাউডার ছড়িয়ে-ছিটিয়ে গাড়িটিতে আগুন দেওয়া হয়। উক্ত ঘটনার স্থলে তৎকালীন ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদার, ইউপি চেয়ারম্যান হেলাল, ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন, কুমিল্লা জেলা দক্ষিণ যুবলীগের রুপম মজুমদার রুপু, আশিকুর রহমান বাপ্পি, চঞ্চল, সজল, আলম এবং রিপন এরা সবাই মিলে আইকন বাসটি থামিয়ে গান পাউডার ছিটিয়ে আগুন জ্বালিয়ে দেয়।

বিএনপি নেতা ওই ঘটনার ইন্টারভিউ’র একটি কাগজ দেন। সেখানে একজন উপস্থাপক স্বাক্ষীকে প্রশ্ন করেন- ২০১৫ সালের ঘটনা আপনি এতদিন না বলে এখন কেন এখন এই সকল কথা বলছেন?
সাক্ষী (হিন্দু)- বিবেকের তাড়নায়, পারিবারিক এবং রাজনৈতিক দিক বিবেচনা করে এখন এই কথা বলছি। ঐখানে কোনো পেট্রোল বোমা ছিল না, বরিশাল থেকে জাত ভাই এর কাছ থেকে গান পাউডার আনছে এক নেতা। অনেক আগের কথা তাই অনেক কথা এখন আমার মনেও নাই ।

উপস্থাপক- গান পাউডার ছিটানোর সময় কি আপনি সেখানে উপস্থিত ছিলেন?
সাক্ষী- জি, আমি নিজে দেখেছি, কুমিল্লার চৌদ্দগ্রামে ।

উপস্থাপক- পুলিশ বলছে পেট্রোল বোমা আর আপনি বলছেন গান পাউডার; তখন সেখানে কারা কারা উপস্থিত ছিল ? স্বাক্ষী- সেখানে উপস্থিত ছিল উপজেলা চেয়ারম্যান, শাহাজালাল, হেলাল, মোশারফ, রুপম মজুমদার রুপু, চঞ্চল, আশিকুর রহামন বাপ্পি, এই বাপ্পিই গান পাউডার সংগ্রহ করেছিল বরিশালের এমপির কাছ থেকে।

উপস্থাপক- আপনি আর একটি কথা বলছিলেন মুসলমানদের জঙ্গি বানানোর জন্য যুবলীগ, ছাত্রলীগ, প্রায়ই পুলিশের পোশাক পড়ে পিস্তল নিয়ে হামলা করে কিন্তু পরবর্তীতে এই মামলার দায় বিএনপি এবং জামায়াতের উপর চাপিয়ে দেয়। এইটা কেন?
স্বাক্ষী- ওরা আমরা যারা হিন্দু আছি তাদেরকে বোঝাতে চায় বাংলাদেশকেও ইন্ডিয়ার অংশ বানানো যাবে যদি দেশ থেকে জামায়াত-শিবিরকে জঙ্গি বানাতে পারি তখন আর্ন্তজাতিক মহল এর কারণে আমাদের এই দেশটিও এক সময় ইন্ডিয়ার অংশ হয়ে যাবে- ইনশাল্লাহ। হয় আমাদের ভোট দেন না হয়, যেই জায়গায় থাকেন সেই জায়গাটা আমাদের দিয়ে ইন্ডিয়ায় চলে যান।

উপস্থাপক- আপনি কি কখনো ছাত্রলীগের কোনো সদস্যদের পুলিশের পোশাক পড়ে মানুষকে ডাকাতি করে, মারে, গুলি করতে?
স্বাক্ষী- পুলিশের পোশাক পড়ে আসে, বোঝাই যায় না যে আসল পুলিশ না নকল পুলিশ। এগুলো করে ছাত্র নেতা, যুব নেতা, ছাত্রলীগ, যুবলীগের নেতা-কর্মীরা।

উপস্থাপক- আপনি নিজে কানে কখনো মোস্তফা কামালকে এই কথা বলতে শুনেছেন মুসলমানদের জঙ্গি বানানোর জন্য , এই পরিকল্পনার আলোচনা বলেছিল।
স্বাক্ষী- ড্রাইভারের জাত তো, আমাদের কে সাথে নিয়ে অনেক জায়গায় যাওয়া আসা করে, অনেক আলাপ-আলোচনা করে তাই আমাদের কানে আসে। আমরা তো বড় মানুষ নই যে আমাদের সাথে মিটিং করবে। আমরা ড্রাইভার তাই আমাদের সাথে রাখে এবং তাদের শলা-পরামর্শ আমাদের কানে আসে।

প্রাণ গোপালসহ

প্রাণ গোপালসহ ৩ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা

প্রাণ গোপালসহ ৩ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনার সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপালসহ ৩ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে ঢাকায় আরেকটি হত্যা মামলা করা হয়েছে। প্রাণ গোপালের বিরুদ্ধে ২টি হত্যা মামলাসহ এ পর্যন্ত মোট ৫টি মামলা দায়ের করা হয়েছে।

এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়েদুল কাদের, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্র মন্ত্রী হাসান মাহমুদ, ঢাকা-১৮ এর সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানসহ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের ৮৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩ শত নেতাকর্মীকে আসামী করা হয়।

রাজধানীর উত্তরা পূর্ব থানায় রবিবার (২৫ আগস্ট) মামলাটি দায়ের করা হয়। ময়মনসিংহ জেলার কোতয়ালী মডেল থানার সুতিয়াখালী এলাকার মোহাম্মদ নিলু মিয়ার ছেলে রেজাউল ইসলাম বাদি হয়ে তার আপন বড় ভাই মো. নজরুল ইসলাম (৪০) দর্জিকে হত্যার অভিযোগ এনে মামলাটি দায়ের করেন।

মামলার বিবরণে জানা যায়, নজরুল ইসলাম রাজধানীর উত্তরা পূর্ব থানার ইনিফর্ম টেইলার্সে দর্জি হিসেবে কাজ করতেন। ছাত্র-জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে তিনি যোগ দিয়েছিলেন। ৫ আগস্ট বিকাল ৫টায় আন্দোলনকারীরা উত্তরার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আজমপুর ফুটওভার ব্রীজের নিচে পৌঁছলে আসামীরা এলোপাতারি গুলি করলে নজরুল ইসলাম বুকে গুলিবিদ্ধ হয়। পরে উত্তরা কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মামলায় কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছা সেবক নেতা শামীম হোসেন, চান্দিনা উপজেলা কৃষকলীগ সভাপতি মনির খন্দকার, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক লিটন সরকার, যুবলীগ নেতা মো. শাহজাহান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সামিরুল খন্দকার রবি, উপজেলা আওয়ামী লীগ নেতা মনির হোসেন রানা, বাড়েরা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খোকন চন্দ্র দে, এতবারপুর ইউপি চেয়ারম্যান ইউসুফ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান সোহাগ, আওয়ামীলীগ নেতা আমির হোসেন চৌধুরী লিটন, কেরণখাল ইউপি চেয়ারম্যান সুমন ভূইয়া, দিদার আহম্মেদ ভূইয়া মিঠু, মহিউদ্দিন মেম্বার, ফরহাদ মাস্টার, জালাল মেম্বার, লোকমান হোসেন শাহজাহান, বিল্লাল শেখসহ ৮৬ জনের নাম উল্লেখ করে আসামী করা হয়।

এ ব্যাপারে উত্তরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, বাদির লিখিত অভিযোগ পেয়ে মামলাটি প্রাথমিক তদন্ত বিবরণী (এফআইআর) হিসেবে গ্রহণ করা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। তদন্তে কেউ নির্দোষ প্রমাণিত হলে চার্জশীটে নাম বাদ যাবে।

ফেরত দিয়ে গেল তিতাস থানায় লুট হওয়া মালামাল ও অস্ত্র-গুলি

তিতাস প্রতিনিধি:

কুমিল্লা তিতাস থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের পর লুট করে নিয়ে যাওয়া মালামাল, অস্ত্র ও গুলি ফেতর দিয়ে গেলেন লুন্ঠনকারীরা। শনিবার (১০ আগস্ট) দুপুরে তিতাস উপজেলা আনসার ও ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আল-আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। উদ্ধার হওয়া মালামাল ও অস্ত্র-গুলি উপজেলা আনসার ও ভিডিপির হেফাজতে রয়েছে।

ফিরিয়ে দেওয়া অস্ত্র ও মালামালের মধ্যে রয়েছে- ১টি এলএমজি, ১টি রাইফেল ও ৫ রাউন্ড গুলি, ২টি শটগান ও ১০ রাউন্ড রাবার কার্তুজ ও ১০ রাউন্ড শীশার কার্তুজ, ১টি টিয়ার শেল গান, ১ রাউন্ড টিয়ারশেল, ১ টি পিস্তল ও ২০ রাউন্ড পিস্তলের গুলি, ২টি ম্যাগজিন, ২ টি ছুড়ি, ১টি হ্যান্ডকাপ, পুলিশের সেফটি গার্ড, ৫টি অকেজো মোটর সাইকেল, ১টি পিক আপ, ২ টি পাম্প, ২টি ল্যাপটপ, ১টি টিভি, ১টি ফটোকপিয়ার, ১টি প্রিন্টার, ১টি ফ্যাক্স মেশিন ও ১টি স্ক্যানারসহ নানা ধরনের আসবাবপত্র ও অন্যান্য মালামাল।

জানাযায়, ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে পদত্যাগ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বিক্ষুব্ধরা তিতাস থানায় হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এবং দুইজন পুলিশকে পিটিয়ে নিহত করে।

পরে সেনাবাহিনীর সহযোগিতা থানা থেকে নিরাপদ আশ্রয়ে সরে যায় পুলিশ। এ সময় থানায় থাকা প্রয়োজনীয় আসবাবপত্র, অস্ত্র ও গোলাবারুদ লুটে নেয় লুন্ঠনকারীরা৷ এরপর পুলিশ কর্মস্থলে না থাকায় গত ৭ আগষ্ট জেলা কমান্ড্যান্ট এর নির্দেশে থানার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত হন ১০জন আনসার সদস্য। বর্তমানে মোতায়েন রয়েছে সেনাবাহিনী।

এবিষয়ে উপজেলা আনসার ও ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আল-আমিন বলেন, লুট হওয়া মালামাল ও অস্ত্র-গুলি ফিরিয়ে দিতে স্থানীয় জনসাধারণ এবং ছাত্রদের সহযোগিতায় উপজেলাব্যাপী আমরা প্রচারণা চালিয়েছি। তারপর থেকে অনেকে নিজ দায়িত্বে মালামাল ও অস্ত্র-গুলি ফিরিয়ে দিয়ে গেছেন। বাকিগুলো সেনাবাহিনীর সহযোগিতায় উদ্ধার কাজ চলছে। তবে থানায় কী পরিমাণ অস্ত্র লুট হয়েছে সেই বিষয়ে সঠিক তথ্য পাওয়া যায়নি।

তিতাস থানার ওসি কাঞ্চন কান্তি দাসের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘থানায় এখনো আমাদের কেউ যায়নি। কী পরিমাণ অস্ত্র লুট হয়েছে তা এখন বলা যাচ্ছে না। কয়টি অস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে আপাতত তাও বলতে পারছি না।’

ভারত বাংলাদেশের রাজনৈতিক বন্ধু, চীন উন্নয়নের বন্ধু: ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমরা চীন সফরে যাচ্ছি। চীনের সঙ্গে আমাদের উন্নয়নে পার্টনারশিপ রয়েছে। ভারত বাংলাদেশের রাজনৈতিক বন্ধু, চীন উন্নয়নের বন্ধু।

তিনি বলেন, কর্ণফুলীর তলদেশে সেতু, পদ্মা সেতু, ঢাকা-চট্টগ্রাম চার লাইন কনন্সট্রাকশন চীনারা করেছে। মেট্রোরেলের জন্য জাপান সহযোগিতা করেছে। উন্নয়নের জন্য যেখানে আমি সুবিধা পাবো সেটা আমি কেন নেব না? আমার তো সাহায্য দরকার।

শনিবার (৬ জুলাই) রাজধানীতে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, নরেন্দ্র মোদী ক্ষমতায় এলেন। পরদিন সকালে কেউ ঘুম থেকে ওঠেনি। সেদিন ভারতীয় হাইকমিশন বন্ধ। ওইদিন তাদের দরজার সামনে ফুল-মিষ্টি নিয়ে কোনো দল হাজির হয়েছে? মনে নেই! নতজানু কারা? মেরুদণ্ডহীনরা নতজানু হয়েছে। শেখ হাসিনা কখনো নতজানু হয়নি।

বিএনপি আন্দোলনের ইস্যু পায় না উল্লখ করে কাদের বলেন, বিএনপি আন্দোলনের যৌক্তিক কোনো ইস্যু খুঁজে পায় না। তারা নিজেরা রাস্তায় একটা আন্দোলন করতে পারে না। এখন তারা অন্যের ইস্যু খুঁজে বেড়ায়। খালেদা জিয়ার অসুস্থতা তারা আন্দোলনের ঢাল হিসেবে ব্যবহার করছে। তারা খালেদা জিয়ার মুক্তির জন্য জাতিসংঘের হস্তক্ষেপ চেয়েছে। কে শোনে জাতিসংঘের কথা? গাজা যুদ্ধ বন্ধে এত প্রস্তাব হয়েছে? জাতিসংঘের কথায় কি যুদ্ধ বন্ধ হয়েছে? জাতিসংঘের কথায় কি ইউক্রেনের যুদ্ধ বন্ধ হয়েছে?

ওবায়দুল কাদের বলেন, বিএনপি এখন কোটা আন্দোলনে যুক্ত হয়েছে। কোটার বিষয়ে আদালতের আদেশ আছে। এখানে সরকারের কি দোষ?

পার্বত্য চট্টগ্রাম ইস্যুতে তিনি বলেন, শান্তিচুক্তি বাস্তবায়ন সম্পন্ন হতে অনেক সময় লাগবে। সেখানে মূল সমস্যা ভূমি। এর সমাধান এত সহজ নয়। এ সমস্যা ছাড়া গত ১৬ বছরে পার্বত্য চট্টগ্রাম বদলে গেছে। যেদিকে তাকাই শুধু উন্নয়ন। যোগাযোগ ব্যবস্থা প্রশ্ন আসলে অন্য এলাকার সঙ্গে তুলনা করলে পার্বত্য চট্টগ্রামেও একই উন্নয়ন হয়েছে।

তিনি বলেন, একটা সময় ছিল আনারস পাহাড়ের প্রধান ফল। এক সময় এই ফল ঢাকায় আসতে পারত না। আজ যোগাযোগ ব্যবস্থা উন্নতির কারণে প্রতিদিন সুমিষ্ট ফল ঢাকা-চট্টগ্রাম চলে আসে। এখন শুধু আনারস নয়, সব ধরনের ফল পাহাড়ে হয়। পাহাড়ের মতো আম আমি সিঙ্গাপুরে দেখিনি। এখন সিঙ্গাপুরের চেয়েও উন্নত মানের ফল পার্বত্য চট্টগ্রামে পাওয়া যায়।