বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

উপজেলা নির্বাহী কর্মকর্তার বিশেষ গাইড লাইন, শাহরাস্তি বহুমূখি উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১১, ২০১৭
news-image

 

সিদ্দিকুর রহমান নয়নঃ
চাঁদপুরের শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবীব উল্যাহ মারুফের বিশেষ গাইড লাইনের আলোকে শাহ্রাস্তি বহুমূখি উচ্চ বিদ্যালয়ে আসন্ন জেএসসি পরীক্ষায় অংশগ্রহনকারী শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার দুপুর আড়াইটায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয় । এ সময় উন্মুক্ত আলোচনায় শিক্ষার গুনগতমান উন্নয়নে অভিভাবকগন বিভিন্ন যুক্তি ও পরামর্শ তুলে ধরেন। সমাবেশে বক্তব্য রাখেন, সৃজনশীলতার কারণে শিক্ষার্থীরা বিপাকে পড়লেও শ্রেণীকক্ষের পাঠ গ্রহন নিশ্চিত করতে পারলে এবং অভিভাবকগন সার্বিক সহযোগিতা করলে শিক্ষার্থীরা পরীক্ষায় ভালো ফলাফল করবে। এক্ষেত্রে শিক্ষা ও শিক্ষার্থী প্রতিষ্ঠানের স্বার্থে সবাইকে কাজ করার আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমাম হোসেন। ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য সৈয়দ জিলান মিয়া, স্থানীয় কাউন্সিলর কাজী আব্দুল কুদ্দুছ, মোঃ সুকুর আলম ও দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার মফস্বল সম্পাদক হাসানুজ্জামান, সহকারী প্রধান শিক্ষক মাওলানা এরশাদ উল্যাহ, সিনিয়র শিক্ষক হাজী আব্দুল কাদের, আবুল হাসেম, জাকির হোসেন, নিতেশ চন্দ্র কর, নারায়ন চন্দ্র দাস, নাজমা আক্তার, রাজিয়া সুলতানা, মোঃ আলিসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও অভিভাবকগন।

আর পড়তে পারেন