শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

একরাম নিহত হওয়ার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না : ওবায়দুল কাদের

আজকের কুমিল্লা ডট কম :
জুন ২, ২০১৮
news-image

 

ডেস্ক রিপোর্ট :

কক্সবাজারের টেকনাফের ওয়ার্ড কাউন্সিলর একরামুল হক একরাম গুলিতে নিহত হওয়ার ঘটনায় তদন্ত হচ্ছে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এ ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

শনিবার (০২ জুন) শেরে বাংলা নগরের শেরে বাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বাস সার্ভিস উদ্বোধন করার সময় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নগরীতে নারীদের জন্য চালু হলো ৩৬ অাসন বিশিষ্ট ‘দোলন চাঁপা’ বাস সার্ভিস।  প্রতীকীভাবে দুইটা বাস চালু করা হলো। অাগামী দুই মাসের মধ্যে অারও ৮টি বাস চালু করা হবে।

বাসটিতে প্রাথমিক চিকিৎসা, সিসিটিভিসহ নিরাপদ ও অারামদায়ক ব্যবস্থা অাছে। বাসগুলো মিরপুর সার্কেল থেকে অাজিমপুর, মিরপুর ১২ থেকে মতিঝিল রুটে চলাচল করবে।

ভারতীয় ভলভো অাইশার ভেহিকল লিমিটেডের বাসটিতে মিরপুর ১২ থেকে মতিঝিল পর্যন্ত ৩০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

আর পড়তে পারেন