রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনায় পারিবারিক কলহের জের ধরে গৃহবধূর আত্মহত্যা

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ২১, ২০২১
news-image

 

চান্দিনা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনা উপজেলার বাড়েরা ইউনিয়নের বাড়েরা গ্রামে গলায় ফাঁস দিয়ে নাজমা বেগম (২৮) নামের এক গৃহবধূ আত্মহত্যা করে। সে ওই গ্রামের মাইক্রোবাস চালক মো. রুকন উদ্দিনের স্ত্রী।

সোমবার (২০ সেপ্টেম্বর) ভোরে বসত ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ওই গৃহবধূ। সে এক ছেলে ও দুই মেয়ের জননী। স্বামীর সাথে দীর্ঘদিন ধরে তার কলহ চলে আসছিলো বলে স্থানীয়রা জানান। এ বিষয়ে একাধিকবার শালিশও হয়। ওই কলহের জের ধরেই সে আত্মহত্যা করেছে বলে ধারনা স্থানীয়দের।

চান্দিনা থানা পুলিশের এস.আই মো. জালাল উদ্দিন জানান, ‘ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। মেয়েটি পারিবারিক কলহের কারণে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছি।’

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান জানান, ‘লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজের ফরেন্সিক বিভাগে প্রেরণ করা হয়েছে। মামলা দায়েরের পক্রিয়া চলছে।’

আর পড়তে পারেন