রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

দাউদকান্দির গৌরীপুর বাজারে জনতার ঢল: সেনাবাহিনী এসে নিয়ন্ত্রণ করলো

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ১৯, ২০২০
news-image

 

জাকির হোসেন হাজারী:
কুমিল্লার দাউদকান্দিতে লকডাউন উপেক্ষা করে হাট বাজারগুলোতে শুরু হয়েছে লোকসমাগম। রোববার (১৯ এপ্রিল) উপজেলা গৌরীপুর বাজারে জনতার ঢল নামে। শতশত মানুষের পাশাপাশি ইজিবাইকের দখলে চলে যায় গৌরীপুর-হোমনা সড়কের গৌরপুর অংশ। কেউ মানছে না কোনো সামাজিক দূরত্ব। পুলিশের আদেশ নিষেধও মানছেন না এখানকার মানুষ। তবে দুপুরে সেনাবাহিনী এসে কিছুটা নিয়ন্ত্রণ করতে দেখা যায়।

বাজারের কয়েকজন ব্যবসায়ী বলেন, প্রশাসন এবং বাজার কমিটি সপ্তাহে রবি, মঙ্গল ও বৃহস্পতিবার বাজার খোলা রাখার সিদ্ধান্তের কারণে আজকে এমন পরিস্থিতি হয়েছে।
অবাধ জনসমাগমে উদ্বেগ প্রকাশ করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহীনুল আলম সুমন বলেন, অবাধ জনসমাগম বন্ধ করা না গেলে করোনা সংক্রমণের ঝুঁকি থেকে রক্ষা করা কঠিন হয়ে পড়বে।

বাজার কমিটির সভাপতি হাজি ওমর আলী বলেন, সামাজিক দূরত্ব বজায় রাখতে কাচা বাজারটি ঈদগাঁ মাঠে স্থানান্তর করেও নিয়ন্ত্রণ করতে পারছিনা। তাই প্রশাসনের সাথে আলোচনা করে পুর্বেও মতো সাতদিনই সকাল থেকে দুপুর পর্যন্ত নিত্য প্রয়োজনীয় দোকান খোলা রাখার সিদ্ধান্ত নিব।

আর পড়তে পারেন