শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে কুমিল্লা নগরীতে বর্ণাঢ্য জশনে জুলুছ

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ১, ২০১৭
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে কুমিল্লা নগরীতে বর্ণাঢ্য জশনে জুলুছ বের হয়।

শুক্রবার (১ ডিসেম্বর) বিকেলে নগরীর কাটাবিলের আরেফে রাব্বানী শাহ্ আবদুস্ সোবহান রিসার্চ সোসাইটির উদ্যোগে কাটাবিল এলাকা থেকে এ জশনে জুলুশ বের হয়ে পুরো শহর প্রদক্ষিণ করে।

উল্লেখ্য যে, ১ লা রবিউল আউয়াল থেকে ১২ ই রবিউল আউয়াল পর্যন্ত বার দিন ব্যাপি ব্যাপক কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে, নবীজীর প্রেমে উদ্বেলিত বর্ণাঢ্য জশনে জুলুছের র‌্যালি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদক্ষিণ, ১২ দিনে সোসাইটির সদস্য ও সদস্যাগণ পৃথক পৃথক ভাবে ১২ টি করে খতমে ক্বাদেরী পাঠ,সোয়া ১ লক্ষ বার দরুদ শরীফ পাঠ, চকবাজার থেকে শুরু করে নগরীর বিভিন্ন স্থানে তোরণ নির্মাণ,রিসার্চ সোসাইটির কাটাবিল প্রধান কার্যালয় বর্ণিল আলোকসজ্জা, রাতব্যাপি সোসাইটির কার্যালয়ে নবীজীর বর্ণাঢ্য মহিমাময় জীবনের উপর আলোচনা, জিকির-আজকার, মিলাদ-মাহফিল এর আয়োজন করা হয়েছে।

শনিবার (২ ডিসেম্বর) ভোরে ফজর নামাজের পর আখেরি মোনাজাত করবেন রিসার্চ সোসাইটির প্রতিষ্ঠাতা মোহতারম মোহাম্মদ রুহুল আমিন সাবের সোবহানী আল ক্বাদেরী।

আরেফে রাব্বানী শাহ্ আবদুস্ সোবহান রিসার্চ সোসাইটির দপ্তর সম্পাদক মোহাম্মদ গোলাম যোবায়ের এ বিষয়টি নিশ্চিত করেছেন।

আর পড়তে পারেন