সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বন্যা ও নদী ভাঙনের কবলে ক্ষতিগ্রস্তদের মাঝে কোবা’র ত্রাণ বিতরণ!

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ৩১, ২০১৭
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন চ্যারিটি অর্গানাইজেশন অব বাংলাদেশ (কোবা) এর উদ্যোগে শরিয়তপুরের নড়িয়া থানার বন্যা ও নদী ভাঙনের কবলে ক্ষতিগ্রস্ত ২১৫ টি পরিবারের মাঝে ত্রাণ ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে গড়িসার ইউনিয়নের সুরেশ্বর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোবার সভাপতি আনোয়ার হোসেন মোল্লা লিমন। এতে প্রধান অতিথি ছিলেন সাউথ এশিয়ান এসোসিয়েসন অব বাংলাদেশের প্রেসিডেন্ট আল মামুন রাসেল। সাবেক ছাত্রনেতা আবদুল কাইয়ুম মানিকের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন প্রাণ-আরএফএল গ্রুপের পরিবেশ বিভাগের ডেপুটি ম্যানেজার আবদুল্লাহ আল হোসাইন কাউসার, স্থানীয় মেম্বার আবদুল আজিজ মিরা, নাছিমা বেগম, শরীয়তপুর জেলা ওয়েল ফেয়ার সভাপতি বিল্লাল হোসেন, সহসভাপতি সাইফুল ইসলাম, সাংবাদিক মাহবুব আলম, সংগঠনের সেক্রেটারী আনোয়ার হোসেন সবুজ, সদস্য ইমতিয়াজ আহমেদ, সাংবাদিক এমদাদ উল্যাহ, শহিদুল ইসলাম, রাকিব হোসেন মিয়াজী ও হিমেল প্রমুখ।

আর পড়তে পারেন